শেষ পর্যন্ত মোস্তাফিজের জন্য অপেক্ষা করা হবে

প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬

শেষ পর্যন্ত মোস্তাফিজের জন্য অপেক্ষা করা হবে

নিউ সিলেট ডেস্ক :::::  নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সোমবার ভোরে মাঠে নামবে বাংলাদেশ। আর এ ম্যাচে মোস্তাফিজকে দলে রাখতে শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে। অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন টাইগার অধিনায়ক মাশরাফি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাশরাফি বলেন, মোস্তাফিজকে নিয়ে এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি। সবকিছু নির্ভর করছে তার উপর, সে কেমন অনুভব করছে। আজও সে বোলিং করেছে। আর তার জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করা হবে। ফিজিওর দিক থেকে মোস্তাফিজের খেলতে কোন সমস্যা নেই। তবে তাকে নিয়ে আমরা কোন ঝুঁকি নিতে চাই না। ম্যাচের আগে বোলিং করার পর সে যদি খেলার জন্য নিজেকে প্রস্তুত মনে করে তাহলেই তাকে খেলানো হবে।
ইনজুরি কাটিয়ে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে পাঁচ মাস পর ক্রিকেটে ফেরেন মোস্তাফিজ। মাঠে ফিরেই বল করেছেন সাত ওভার। ৩৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।



This post has been seen 483 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১