শততম টেস্ট স্মরণীয় করলেন আমলা

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৭

শততম টেস্ট স্মরণীয় করলেন আমলা

নিউ সিলেট ডেস্ক ::::: নিজের শততম টেস্টটিকে শতরান করেই স্মরণীয় করে রাখলেন হাশিম আমলা। জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দিনের শেষ সেশনে ক্যারিয়ারের ২৬তম টেস্ট সেঞ্চরিটি তুলে নিয়ে ইতিহাসের অংশ হয়ে থাকলেন আমলা।
এর আগে শততম টেস্ট খেলতে নেমে মাত্র সাতজন ব্যাটসম্যান এমন কির্তি গড়তে পেরেছেন। সেই সাত জন হলেন- রিকি পন্টিং, গ্রায়েম স্মিথ, জাভেদ মিয়াদাদ, ইনজামাম-উল-হক, গর্ডন গ্রীনিজ, কলিন কাউড্রে ও অ্যালেক স্টুয়ার্ট (নামগুলো সর্বাধিক রানের ক্রমানুসারে)। আমলার আগে সর্বশেষটি ছিল তারই স্বদেশি গ্রায়েম স্মিথের।
আমলা তার শততম টেস্টের স্মরণীয় সেঞ্চুরিটি তুলে নেন রঙ্গনা হেরাথকে ডাউন দ্য উইকেটে চার মেরে। এর আগে চা বিরতির ঠিক আগের বলে ফিফটি তুলে নিয়েছেন আমলা। যে ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন আমলা। শততম টেস্ট খেলতে নামা আমলাকে শুভেচ্ছা জানাতে এদিন গ্যালিরিতে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটাররা।12/01/2017-n24/ns/-



This post has been seen 422 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১