ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও ভারতের জয়

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৭

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও ভারতের জয়

নিউ সিলেট ডেস্ক :::: ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ১৫ জানুয়ারি। এর আগে দুই দেশ নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে নিল দুটি। ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড একাদশ ৩ উইকেটে জিতলেও বৃহস্পতিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ জিতে নিয়েছে ভারত। মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি তারা জিতেছে ৬ উইকেটের ব্যবধানে।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২৮২ রানের পুঁজি পায় ইংল্যান্ড। বেয়ারস্টোর ৬৪, অ্যালেক্স হেলসের ৫১, আদিল রশিদ ৩৯ ও বেন স্টোকস ৩৮ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে পারভেজ রসুল সর্বোচ্চ ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নিয়েছেন প্রদীপ সাঙ্গওয়ান, অশোক দিন্দা ও শাহবাজ নাদিম। ১ উইকেট সিদ্ধার্থ কলের।
জবাবে ব্যাট করতে নেমে ৩৯.৪ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ম্যাচে ভারতকে নেতৃত্ব দেয়া অাজিঙ্ক রাহানে ওপেন করতে নেমে ৯১ রানের ইনিংস খেলেন। ওপেনিংয়ে তার সঙ্গী সেলডন জ্যাকসন ৫৯ রান করেন। ওয়ান ডাউনে খেলা ঋষভ পন্টও ৫৯ রানের ইনিংস খেলেন। সুরেশ রায়না করেন ৪৫ রান।12/01/2017-n24/ns/-



This post has been seen 306 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১