সেমিফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল বার্সা

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৭

সেমিফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল বার্সা

নিউ সিলেট ডেস্ক :::::  কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নেইমারের একমাত্র গোলে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বৃহস্পতিবার রাতের এই জয়ে কোপার সেমিফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল মেসি-নেইমার-সুয়ারেজদের দল। আগামী বৃহস্পতিবার বার্সার হোম ভেন্যু ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হবে ফিরতি লেগ।
সান সেবাস্তিয়ানে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সা। ২১ মিনিটে সোসিয়েদাদ ডিফেন্ডার আরিৎস এলুসতোন্দো নিজেদের বক্সের ভেতরে নেইমারকে ফেলে দিলে পেনাল্টি পায় বার্সা। স্পট কিকও নেন নেইমার। তার ওই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় লুইস এনরিকের দল।
প্রথমার্ধের শেষদিকে সোসিয়েদাদ আরও দুটি সুযোগ পেয়েছিল; কিন্তু বার্সার জালে বল জড়াতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেও ব্যবধান বাড়ানোর ভালো একটি সুযোগ পেয়েছিলেন নেইমার; কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট নেন তিনি।
শেষ পর্যন্ত দুই দলের কেউই আর গোলের মুখ দেখেনি। সে সাথে প্রথম লেগে ১-০ গোলের জয়ে, ছোট ব্যবধানে হলেও এগিয়ে থাকল লুই এনরিকের শিষ্যরা।20/01/2017-n24/ns/-



This post has been seen 333 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১