আগামি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত শ্রীলংকার অধিনায়ক ম্যাথউজ

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৭

আগামি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত শ্রীলংকার অধিনায়ক ম্যাথউজ

নিউ সিলেট ডেস্ক :::::  দক্ষিণ আফ্রিকার মাটিতে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর শ্রীলংকার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই দাবি জানাতে শুরু করেন, নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হোক ম্যাথিউজকে।
তীব্র সমালোচনার মুখেও টলে যায়নি লংকান ক্রিকেট বোর্ড। দেশটির বোর্ড সভাপতি থিলান সুমাথিপালা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে, ২০১৯ বিশ্বকাপ পর্যন্তই শ্রীলংকার অধিনায়ক থাকছেন ম্যাথিউজ। শুধু বোর্ড সভাপতিই নন, বোর্ডের অন্য দায়িত্বশীল কর্মকর্তা এবং জাতীয় নির্বাচক কমিটির সভাপতি সনাথ জয়সুরিয়াও পাশে দাঁড়িয়েছেন ম্যাথিউজের। তারাও বোর্ড সভাপতির বক্তব্যকে স্বাগত জানিয়েছেন।
গত বুধবারেই ম্যাথিউজের ব্যাপারে কথা বলার জন্য মিডিয়ার মুখোমুখি হন সুমাথিপালা। সেখানেই তিনি জানান, তার মতামত আগেই বোর্ডের অন্য দায়িত্বশীল কর্মকর্তা এবং প্রধান নির্বাচক সনাথ জয়সুরিয়ার সঙ্গে বিনিময় করেছেন। সবাই তার মতকে স্বাগত জানিয়ে ম্যাথিউজকে আগামী বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে রাখার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।
শ্রীলংকান ক্রিকেট বোর্ড এবং নির্বাচক কমিটি টেস্ট সিরিজের পর ইতিমধ্যেই একটি রিভিউ বৈঠকের আয়োজন করেছে অধিনায়ক ম্যাথিউজ, কোচ গ্রাহাম ফোর্ড এবং ম্যানেজার রনজিৎ ফার্নান্দোর সঙ্গে। টেস্ট পরাজয়ের পর ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে কতটা ভালো করা যায়, এ বিষয়ে আলোচনাই ছিল ওই বৈঠকের মূল উদ্দেশ্য।
সংবাদ সম্মেলনেই সুমাথিপালা ম্যাথিউজকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার গুঞ্জনকে উড়িয়ে দেন। জানিয়ে দেন, এসব কেবলই গুঞ্জন। আমরা আগামী বিশ্বকাপ পর্যন্তই তাকে নেতৃত্বে রেখে দিতে যাচ্ছি।20/01/2017-n24/ns/-



This post has been seen 308 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১