সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৭
নিউ সিলেট ডেস্ক :::: অস্ট্রেলিয়ান ওপেনের শুরুতেই এবার চমক আর চমক। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন। যেখানে বলতে গেলে একক আধিপত্য সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচের। গত ৯ বছরে ৬টি শিরোপার মুকুট উঠেছে তার মাথায়। সর্বশেষ টানা দুইবার। সেই নোভাক জকোভিচই কি না বিদায় নিয়েছেন দ্বিতীয় রাউন্ড থেকে।
বিশ্বের দুই নম্বর তারকাকে ৭-৬, ৫-৭, ২-৬, ৭-৬ এবং ৬-৪ সেটে হারিয়ে টেনিস বিশ্বকেই চমকে দিয়েছেন ১১৭ নম্বর তারকা উজবেকিস্তানের অনামী তারকা, ডেনিস ইস্তোমিন। অথচ এই টেনিস খেলোয়াড়ই কি না অস্ট্রেলিয়ান ওপেনে সুযোগ পেয়েছিলেন ওয়াইল্ড কার্ডের মাধ্যমে। অথচ তিনিই কি না ঘটিয়ে দিলেন গ্র্যান্ড স্লামের ইতিহাসে অন্যতম বড় চমকটির।
বৃহস্পতিবার নিজের প্রিয় গ্র্যান্ড স্ল্যামে জকোভিচের মুখে যেন অমাবস্যার অন্ধকার। যে রড লেভার এরিনা তাকে অসংখ্য শিরোপার সামনে পৌঁছে দিয়েছে, সেই প্রিয় মঞ্চই হয়ে উঠল তার সামনে দুঃস্বপ্নের। দ্বিতীয় রাউন্ডেই শেষ হল গতবারের চ্যাম্পিয়নের সফর। চার ঘণ্টা আটচল্লিশ মিনিটের রদ্ধশ্বাস লড়াই শেষে সার্বিয়ান টেনিস মহাতারকার মাথা তখন নিচু। এভাবে এত দ্রুত বিদায় নিতে হবে, কোনোভাবেই ভাবেননি তিনি।
একদিকে যখন অস্ট্রেলিয়ান ওপেন জকোভিচের শোকে কাতর, তখন আরেকটি ইন্দ্রপতন। মহিলা এককে শুধুই গ্ল্যামার নয়, পারফরম্যান্স দিয়েও প্রায় সবার নজর কেড়ে নিয়েছিলেন কানাডিয়ান টেনিস তারকা ইউজেনি বুশার্ড। তিনি অবশ্য বিদায় নিয়েছেন তৃতীয় রাউন্ড থেকে। আজ দিনের শুরুতেই আমেরিকান অখ্যাত তারকা কোকো ভ্যান্ডেওয়েগের কাছে ৬-৪, ৩-৬ এবং ৭-৫ সেটে হেরে যান বুশার্ড।
আগেরদিন তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছিলেন বিশ্বের নাম্বার ওয়ান তারকা অ্যান্ডি মারে, স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল ও মহিলা টেনিসে নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামস।
ছেলেদের এককে তৃতীয় রাউন্ডে ওঠার পথে মারকোস বাগদ্যতিসকে ৬-৩, ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন ২০০৯ সালের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী স্প্যানিশ তারকা নাদাল। সহজেই তৃতীয় রাউন্ডে উঠেছেন নাম্বার ওয়ান তারকা অ্যান্ডি মারে। রাশিয়ান অ্যান্ডি রুবেলভকে ৬-৩, ৬-০ এবং ৬-২ সেটে পরাজিত করেন এই বৃটিশ তারকা। যদিও আজ চতুর্থ রাউন্ডে ওঠার লড়াইয়ে তিনি মুখোমুখি হয়েছেন স্যাম কুয়েরির।
নারী এককে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছেন ছয়বার অস্ট্রেলিয়ান ওপেন জয়ী তারকা সেরেনা উইলিয়ামস। লুসি সাফারোভাকে ৬-৩, ৬-৪ গেমে সহজেই হারিয়েছেন মার্কিন এই তারকা।20/01/2017-n24/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি