নারী চ্যাম্পিয়নশিপে রানার্সআপ বাংলাদেশ দলকে এনভয় গ্রপের সংবর্ধনা

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৭

নারী চ্যাম্পিয়নশিপে রানার্সআপ বাংলাদেশ দলকে এনভয় গ্রপের সংবর্ধনা

নিউ সিলট ডেস্ক :::: দক্ষিণ এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া বাংলাদেশ দলকে শুক্রবার নিজ বাসায় মধ্যাহ্নভোজ করিয়েছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। সাথে ছিল মালয়েশিয়ায় অনুষ্ঠিত সুপার মক কাপের প্লেট পর্ব চ্যাম্পিয়ন কিশোর ফুটবল দলও। একদিন পরই সাবিনা-স্বপ্নারা পেলেন আরেকটি সংবর্ধনা। শনিবার দুপুরে বাফুফে ভবনে সাফ রানার্সআপ দলটিকে সংবর্ধনা দিয়েছে এনভয় গ্রুপ।
বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক ইশমাম সালাম। প্রতিষ্ঠানটির পক্ষে তারা নারী ফুটবল দলের প্রত্যেককে ২০ হাজার টাকা করে পুরস্কার দিয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাফুফে সভাপতি কাজী মো.সালাউদ্দিন, সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর, সত্যজিৎ দাশ রূপু, বিজন বড়ূয়া, ইকবাল হোসেন, ফজলুর রহমান বাবুল, অমিত খান শুভ্র, জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, টেকনিক্যাল এন্ড স্ট্র্যাটেজিক ডাইরেক্টর পল স্মলি ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।21/01/2017/n24/ns/-



This post has been seen 357 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১