যুবরাজের সেঞ্চুতে ধোনিকে ক্ষমা করলেন যুবরাজের বাবা

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৭

যুবরাজের সেঞ্চুতে ধোনিকে ক্ষমা করলেন যুবরাজের বাবা

নিউ সিলেট ডেস্ক ::::  যুবরাজের সেঞ্চুরি উপলক্ষে ধোনির বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিলেন  যুবরাজের বাবা। আর ক্ষমাও করে দিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ককে।
ক্রিকেটবিশ্ব মহেন্দ্র সিং ধোনিকে কুর্নিশ করে। তার প্রখর ক্রিকেট মস্তিষ্ককে সম্মান জানায় প্রত্যেকে। শচীনের মতো ক্রিকেটারও ধোনিকে অধিনায়ক হিসেবে মেনে নিয়েছেন। কিন্তু মানেননি যোগরাজ সিং। বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন যুবরাজ। তার অলরাউন্ড পারফরম্যান্সে ২৮ বছর পরে কাপ জিতেছিল ভারত।
কিন্তু ফাইনাল ম্যাচে যুবরাজকে বসিয়ে চার নম্বরে ব্যাট করতে নামেন ধোনি। বিশ্বকাপের পরেও তাকে দল থেকে বাদ দেওয়ার নেতা ধোনিই। তবে কটকে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেছেন যুবরাজ সিং। নিজের সর্বোচ্চ ১৩৯ রানের রেকর্ড ভেঙে ১৫০ করেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে সেরা পার্টনারশিপ হয় এই ধোনির সঙ্গেই।
কিন্তু ১৫০ রানের আগে একবার আউট হয়ে গেছিলেন যুবি। ধোনি আগে এগিয়ে এসে রিভিউয়ের আবেদন করেন। আর তাতে বেঁচে যায় যুবরাজ। যুবরাজের বাবা যোগরাজ বলেন, ‘আমি ধোনিকে ক্ষমা করে দিয়েছি। আমি শুধু যুবির সেঞ্চুরি চেয়েছিলাম। আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, আমার ছেলের প্রতি ওর এই আচরণের পরেও ওকে ঈশ্বর ভালো রাখুক।  তাই সন্তানের এই সেঞ্চুরি দেখেই হয়তো ধোনির উপর জমে থাকা রাগের পরিসমাপ্তি ঘটালেন তিনি।21/01/2017-n24/ns/-



This post has been seen 307 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১