টটেনহ্যামের সঙ্গে ড্র করলো গার্দিওলার সিটি

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৭

টটেনহ্যামের সঙ্গে ড্র করলো গার্দিওলার সিটি

নিউ সিলেট ডেস্ক :::: টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারলো না ম্যানচেস্টার সিটি। বিতর্ক ঠাসা ম্যাচটিতে টটেনহ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
শনিবার ইতিহাদ স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় উভয় দলের খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধের শুরুতেই পাঁচ মিনিটের ব্যবধানে দুবার বল জালে পাঠায় সিটি। ৪৯ মিনিটে লেরোয় সানে ও ৫৪ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সিটি। অবশ্য দুটি গোলই হয়েছে টটেনহামের গোলরক্ষক  লরিসের ভুলের কারণে।
দুই গোলে পিছিয়ে পরার চার মিনিট পরেই খেলায় ফেরার ইঙ্গিত দেয় স্বাগতিকরা। ৫৮ মিনিটে টটেনহ্যামের ডেলে আলির গোলে ব্যবধান কমায় টটেনহ্যাম। তবে ৭৬ মিনিটে পেনাল্টি পেতে পারতো সিটি। ডি বক্সের ভেতর রাহিম স্টার্লিংকে পেছন থেকে ধাক্কা  দিয়েছিলেন টটেনহ্যামের কাইল ওয়াকার। কিন্তু তাতে মোটেও সাড়া দেননি রেফারি। ৭৭ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরায় স্বাগতিক দলের মিডফিল্ডার সন হিউংমিন। হ্যারি কেইনের বাড়ানো বল ডান পায়ের জোরালো শটে পোস্ট ঘেষে জালে পাঠিয়ে দলকে সমতায় ফেরান দক্ষিণ কোরিয়ার এই মিডফিল্ডার। বাকি সময় আর গোল না হলে  ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ম্যানসিটিকে।
এই ড্রয়ে শীর্ষে থাকা চেলসির সঙ্গে ব্যবধান কমলো টটেনহ্যামের।২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে তারা। আর ৪৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পেপ গার্দিওলার ম্যান সিটি।22/01/2017-n24/ns/-



This post has been seen 339 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১