সিটিকে হারিয়ে সহজ জয় চেলসির

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৭

সিটিকে হারিয়ে সহজ জয় চেলসির

নিউ সিলেট ডেস্ক ::::  রোববার হাল সিটিকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থানটা আরো মজবুত করলো আন্তোনিও কান্তের দল।
ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে কস্তার গোলেই এগিয়ে যায় চেলসি। মোসেসের ক্রস থেকে বল অতিথিদের জালে পাঠিয়ে এবারের লিগে নিজের ১৫তম গোলটি করেন কস্তা। তবে চেলসির জার্সিতে কস্তার এটি শততম ম্যাচ ছিল। তাইতো গোল করে ম্যাচটিকে রাঙিয়ে রাখলেন তিনি।
বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক হয়ে পড়ে চেলসি। ম্যাচের ৮০ মিনিটে কাহিলের গোলে চলতি লিগে নিজেদের ১৮তম জয় নিশ্চিত করে নেয় তারা। বাঁ-দিক থেকে ফাব্রেগাসের ফ্রি-কিক দারুণ হেডে বল জালে জড়িয়ে দেন কাহিল।
এই জয়ে ২২ ম্যাচে চেলসির পয়েন্ট বেড়ে হলো ৫৫। দিনের অন্য ম্যাচে বার্নলিকে ২-১ গোলে হারিয়ে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। ৪৬ পয়েন্ট নিয়ে টটেনহাম তৃতীয় এবং এক পয়েন্ট কম নিয়ে লিভারপুল রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে।23/01/2017-n24/ns/-



This post has been seen 343 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১