মেসি-রোনালদো বৃত্ত থেকে ব্যালন ডি’অর আসবে নেইমারের হাতে

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৭

মেসি-রোনালদো বৃত্ত থেকে ব্যালন ডি’অর আসবে নেইমারের হাতে

নিউ সিলেট ডেস্ক :::: ব্যালন ডি’অর পুরস্কার দেয়ার সময় আসলে দুটি নামই বেশি উচ্চারিত হয়। ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসি। ২০১৫ সালে নেইমার অবশ্য সেই লড়াইয়ের অংশ হয়েছিলেন। জায়গা করে নিয়েছিলেন সেরা তিনে। তবে রোনালদো-মেসি বলয় ভেঙ্গে পুরস্কারটা জিততে পারেননি নেইমার।
তবে কোনো একদিন নেইমারও যে এই পুরস্কার জিতবেন, এমনটা বলে আসছেন ফুটবলবোদ্ধারা। নেইমারের সাবেক গুরু লুইস ফিলিপে স্কলারিও মনে করেন, মেসি-রোনালদো বলয় ভেঙ্গে নেইমার জিতবেন ব্যালন ডি’অর। কেননা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজেকে নিয়ে গেছেন সে পর্যায়েই।
২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ এনে দেয়া কোচ স্কলারি বলেন, ‘আমি বিশ্বাস করি যে- নেইমার ব্যালন ডি’অর জিতবে। যদিও সেটা এখনই নয়। আমি বলছি, রোনালদো-মেসি এই পুরস্কারটা আরো জিততে পারে।’
নেইমারের প্রশংসায় স্কলারি যোগ করেন, ‘এখন থেকে দুই বছর আগেই আমি দেখেছি যে, তাদের (রোনালদো-মেসি) পর্যায়েই রয়েছে নেইমার। আমি বিশ্বাস করি, তাদের আধিপত্য একদিন খর্ব করবে নেইমার।24/01/2017-n24/ns/-



This post has been seen 333 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১