অনূর্ব্ব-১৬ নারী ফুটবল দল জাপান যাচ্ছে রাতে

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৭

অনূর্ব্ব-১৬ নারী ফুটবল দল জাপান যাচ্ছে রাতে

নিউ সিলেট ডেস্ক ::::  অনূর্ব্ব-১৬ নারী ফুটবল ফেস্টিভালে অংশ নিতে মঙ্গলবার রাতে জাপান যাচ্ছে বাংলাদেশ। ২৮ ও ২৯ জানুয়ারি ফেস্টিভাল অনুষ্ঠিত হবে জাপানের ওসাকায়। ২০ টি দল ৪ গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। বাংলাদেশ গ্রুপের অন্য ৩ দল হচ্ছে- ইমাবারি এসি, চেরেজো, নাগোয়ে এফসি এবং আমাগাসাকি।
বাংলাদেশ সফর শুরু করবে ২৬ জানুয়ারি সাকাই একাডেমির বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে। ২৮ জানুয়ারি গ্রুপের ৩ টি ম্যাচ খেলবে কৃষ্ণা-মারিয়ারা। পরের দিন গ্রুপের বাকি ম্যাচ খেলা শেষে নামতে হবে নকআউট পর্বের আরো ৩ ম্যাচে। গ্রুপের ৪ ম্যাচ পর বাংলাদেশের অবস্থান যা হবে নকআউট পর্বে খেলতে হবে অন্য ৩ গ্রুপের একই অবস্থানে থাকা দলের সঙ্গে।
সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে এ ফেস্টিভালে অংশ নিচ্ছে কৃষ্ণা-মারিয়ারা। গত বছর ঢাকায় অনুষ্ঠিত বাছাই পর্বে বাংলাদেশ নিজের গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে নাম লিখিয়েছে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্ব।
অনূর্ধ্ব-১৬ দল
মাহমুদা আক্তার, রুকশানা বেগম, নার্গিস খাতুন, মাসুরা পারভীন, শিউলি আজিম, শামসুন্নাহার, নিলুফা ইয়াসমিন, অনাই মগিনি, মারিয়া মানদা (সহ-অধিনায়ক), মিশরাত জাহান মৌসুমি, সানজিদা আক্তার, মারজিয়া, মনিকা চাকমা, ইসরাত জাহান রত্না, আখি খাতুন, কৃষ্ণা সরকার (অধিনায়ক), অনুচিং মগিনি ও সিরাত জাহান স্বপ্না।24/01/2017-n24/ns/-



This post has been seen 325 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১