র‌্যাংকিংয়ে সেরা সাকিব

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৭

র‌্যাংকিংয়ে সেরা সাকিব

নিউ সিলেট ডেস্ক :::: ক্রাইস্টচার্চ টেস্টে চারদিনেই পরাজয় ঘটেছে বাংলাদেশের। এ চারদিনের মধ্যে বৃষ্টির কারণে একদিন ভেসে গিয়েছিল। এরই মধ্যে প্রথম ইনিংসে সাকিব খেলেছিলেন ৫৯ রানের ইনিংস। যে কারণে র‌্যাংকিংয়েও একধাপ এগিয়েছেন তিনি। আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় এখন নিজের সেরা অবস্থানে রয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ২৩তম থেকে এগিয়ে এখন তার অবস্থান ২২তম।
একই সঙ্গে ক্রাইস্টচার্চে ২ ইনিংস মিলিয়ে ৪ উইকেট নেয়ার ফলে বোলারদের র‌্যাংকিংয়েও এগিয়েছেন তিনি একধাপ। ১৫তম স্থান থেকে এগিয়ে তিনি এখন অবস্থান করছেন ১৪তম স্থানে।
ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে সাকিবের পর বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হিসেবে ২৮তম অবস্থানে রয়েছেন তামিম ইকবাল। এরপরের স্থানেই (২৯তম) রয়েছেন মুমিনুল হক। তবে আশ্চর্যজনক বিষয় হলো, ক্রাইস্টচার্চ টেস্টে ব্যাট হাতে রান না পেলেও চার ধাপ এগিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি অবস্থান করছেন এখন ৫০তম স্থানে।
বাংলাদেশের বিপক্ষে দারুণ ব্যাট করার ফল পেয়েছেন নিউজিল্যান্ডের টম লাথাম। ৫ ধাপ এগিয়ে তিনি রয়েছেন এখন ২৬তম স্থানে। নিউজিল্যান্ডের আরেক ব্যাটসম্যান হেনরি নিকোলস এগিয়েছেন ১৬ ধাপ। রয়েছেন ৬০তম স্থানে।
তবে টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ ১০টি স্থানে কোনো পরিবর্তন নেই। এক নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ, দুই নম্বরে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিন নম্বরে ইংল্যান্ডের জো রুট এবং চার নম্বরে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।24/01/2017-n24/-



This post has been seen 334 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১