দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শ্রীলংকার সিরিজ জয়

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৭

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শ্রীলংকার সিরিজ জয়

নিউ সিলেট ডেস্ক ::::: জাতীয় দলে ফেরাটা সুখকর হলো না এবি ডি ভিলিয়ার্সের। সিরিজ নির্ধারণই ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিলো শ্রীলংকা।
টস জিতে প্রথম ব্যাট করতে নেমে দলীয় ৩৬ রানে মুটসের উইকেট হারায় স্বাগতিকরা। দ্বিতীয় উইকেটে হেন্ডরিকস ও ডি ভিলিয়ার্স জুটি যোগ করেন ৭১ রান। প্রায় সাতমাস পর জাতীয় দলের জার্সিতে ফিরেই ফিফটির দেখা পেলেন ডি ভিলিয়ার্স। অবশেষে ৪৪ বলে ৬৩ রান করে আউট হন এই হার্ডহিটার ব্যাটসম্যান।
এদিকে ডি ভিলিয়ার্সের বিদায়ের পর মিলার-বেহারদিয়েনরা দ্রুত ফিরে গেলেও, শেষ দিকে মোশেলার ঝোড়ো গতির ৩২ রানের ইনিংসে, ১৬৯ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৩৬ রানে থারাঙ্গার উইকেট হারায় শ্রীলংকা। এরপর চান্ডিমালও দ্রুতই ফিরে যান। তবে ডিকওয়েলার ব্যাটে এগিয়ে যেতে থাকে লংকানরা। ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়ে তিনি আউট হন ৬৮ রানে। শেষদিকে সেকুগে প্রসন্নার অপরাজিত ৩৭ রানে, ৫ উইকেট হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে সফরকারীরা।



This post has been seen 301 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১