শেষ ষোলোতে পা রাখল জিদানের দল

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৬

শেষ ষোলোতে পা রাখল জিদানের দল

নিউ সিলেট ডেস্ক:::   কোপা ডেল রের ম্যাচে রিয়াল মাদ্রিদের ৭-১ গোলের জয়ে আলভেরো মোরাতা ও মার্কো আসেনসিওকে প্রশংসায় ভাসাচ্ছেন অনেকেই। কিন্ত দলের কোচ জিনেদিন জিদান বরাবরের মতোই কোনো নির্দিষ্ট ফুটবলারকে আলাদাভাবে না দেখে কৃতিত্ব দিতেছেন পুরো দলকেই।
কালচারাল লিওনেসার বিপক্ষে বুধবার রাতের ওই ম্যাচে করিম বেনজেমা, গ্যারেথ বেল ও ক্রিস্টিয়ানো রোনালদোর সমন্বয়ে গঠিত বিবিসি ত্রয়ীকে বিশ্রাম দিয়েছিলেন জিদান। কিন্তু দেখা গেল তাদের বদলে নামা খেলোয়াড়রাও নিজেদের সক্ষমতা প্রমাণ করল দুর্দান্তভাবে।
জিদান ম্যাচের মূল্যায়ন করতে গিয়ে বলেন, ‘মাঠে সবার খেলাই আমার ভালো লেগেছে। সার্বিকভাবেই আমরা দারুণ খেলেছি।’
একই সঙ্গে প্রতিপক্ষের প্রশংসা করে ফরাসি কোচ বলেন, ‘আমাদের প্রতিপক্ষও প্রমাণ করেছে, তাদের যোগ্যতা আছে এবং খেলার সুযোগ দিলে তারা আপনাকে পিছিয়ে দিতে পারে। যেকারণে একটি গোল আমাদের হজম করতে হয়েছে। তবে আমরা আমাদের খেলাটা খেলেছি এবং সেটা প্রতিপক্ষকে সম্মান দিয়েই। তাই আমি বেশ আনন্দিত।’
বুধবার রাতে দলের তারকা খেলোয়াড়দের ছাড়াই কালচারাল লিওনেসাকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোতে এক পা দিয়ে রেখেছে জিনেদিন জিদানের দল। আগামী ৩০ নভেম্বর সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে লিওনেসাকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ।



This post has been seen 511 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১