সহজ জয় পেল ইউনাইটেড

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৭

সহজ জয় পেল ইউনাইটেড

নিউ সিলেট ডেস্ক ::::: রূপকথার জন্মদিয়ে গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা লেস্টার সিটির বিপক্ষে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে রেড ডেভিলরা জয় পায় ৩-০ গোলে।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়ে খেলতে থাকে ম্যান ইউ। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৪২ মিনিট পর্যন্ত। ক্রিস স্মলিংয়ের বাড়ানো বলে ডান দিক দিয়ে আক্রমণে ঢোকা হেনরিখ মাখিতারিয়ান কোনাকুনি শটে বল ঠিকানায় পৌঁছে দেন।
দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন জ্লাতান ইব্রাহিমোভিচ। আন্তোনিও ভালেন্সিয়ার বাড়ানো বলে প্লেসিং শটে বল জালে জড়ায় সুইডিশ এই তারকা। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যান ইউ।
বিরতি থেকে ফিরে নিজেদের তৃতীয় গোলের দেখা পায় ম্যান ইউ। ম্যাচের ৪৯ মিনিটে মাখিতারিয়ানের ফিরতি পাস থেকে গোলরক্ষককে পরাস্ত করেন হুয়ান মাতা। বাকি সময় আর গোল না হলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে রেড ডেভিলসরা। এ জয়ে ৪৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ইউনাইটেড। ২১ পয়েন্ট নিয়ে ষোড়শ স্থানে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন লেস্টার।



This post has been seen 314 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮