সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, মে ২৯, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে গত ২৪ ঘন্টায় বৃষ্টি ও বজ্রপাতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। রবিবার বৃষ্টি ও বজ্রপাতে বিহারে ২৩জনের মৃত্যু হলেও ভারতের বিভিন্ন রাজ্যে চলছে তীব্র তাপদাহ। ভারতের আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর গভীর চাপ থেকে এই বৃষ্টিপাতের সৃষ্টি। ৩০-৩১ মে কেরেলাতেও বৃষ্টি হবে। অপরদিকে দিল্লির তাপমাত্রারও ৪০ ডিগ্রির নিচে মেনে এসেছে। বিহার ছাড়াও বৃষ্টি হবে কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায়। সোমবার বিহারের কর্মকর্তারা জানান, নিহত ২৩ জনের মধ্যে আটজন নারী। আটটি জেলায় বজ্রপাতে ১৮ জন প্রাণ হারিয়েছে। অন্যরা রাজ্যের ওয়েস্ট চাম্পারান জেলায় ঝড়ের কারণে দেয়াল ধসে মারা গেছে। অপরদিকে উড়িষ্যায় প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে ১২ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা বলেন, বজ্রপাতে প্রাণ হারানো ১৮ জনের মধ্যে ইস্ট চাম্পারান জেলায় পাঁচ জন, জামুই জেলায় চার জন, ওয়েস্ট চাম্পারান জেলায় একজন, মুঙ্গের, ভাগলপুর ও মাধেপুরা জেলায় দুজন করে এবং বৈশালি ও সামাস্তিপুর জেলায় একজন করে মারা গেছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনোজ কুমার গণমাধ্যমকে বলেন, বিহারের ওয়েস্ট চাম্পারান জেলায় ঝড়ে দেয়াল ধসে আরো পাঁচ জন প্রাণ হারিয়েছে। রাজ্য সরকার এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রত্যেককে চার লাখ রুপী করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে।dt/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি