সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, মে ২৯, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : যুক্তরাজ্যের ম্যানচেস্টার হামলার তদন্তে নেমেছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৫। কী কারণে ২২ বছর বয়সী সালমান আবেদি আত্মঘাতী বোমা হামলা করলো সে বিষয়ে এমআই৫ তদন্ত করবে বলে বিবিসি জানায়।
এ পর্যন্ত হামলার সঙ্গে যোগসূত্র থাকতে পারে সন্দেহে ১৪ জনকে জেরা করা হয়েছে। গত রোববার ম্যানচেস্টার থেকে আরো ২ জনকে গ্রেফতার করা হয়। এমআই৫ হামলার ঘটনা পরবর্তী তদন্ত শুরু করেছে। কিভাবে ম্যানচেস্টারের হামলাকারীকে পর্যবেক্ষণ করা হয়েছে সে বিষয়ে তারা অনুসন্ধান করবে। দুটি আলাদা প্রতিবেদন তৈরি করা হয়েছে যার একটি মন্ত্রণালয়ে যাবে এবং আরেকটি যারা এ বিষয়ে তদন্ত করছে তাদের কাছে পাঠানো হবে। আবেদির বিষয়ে এর আগেও পুলিশকে সতর্ক করা হয়েছে বলে জানানো হয়। আবেদির পরিচিত ম্যানচেস্টার কলেজের ২ জন শিক্ষার্থী পুলিশকে সন্ত্রাসবাদ বিরোধী হটলাইন নাম্বারে কল দিয়ে আবেদির উগ্রপন্থী চিন্তার বিষয়ে ফোন দিয়েছিলো।
ম্যানচেস্টারে জন্ম নেওয়া আবেদি লিবিয়াতে তৎকালীন প্রেসিডেন্ট গাদ্দাফির প্রশাসনের বিরুদ্ধে বাবার সঙ্গে লড়তো বলে জানায় এমআই৫ এর সদরদপ্তর। স্কুলের ছুটির দিনগুলোতে বাবাকে এ কাজে সাহায্য করতো সে।
ম্যানচেস্টার পুলিশ জনতার কাছে আবেদন করেছে তারা যেন ১৮ মের পর আবেদি কি কি কাজ করেছিলো সে বিষয়ে যেন তাদেরকে জানানো হয়। সেদিন সে ব্রিটেনে ফিরেছিলো বিদেশ থেকে। এমআই৫ এর সন্দেহের তালিকায় আগেই ছিলো সালমান আবেদির নাম।
পুলিশ জানায় তারা তদন্তে ভালো উন্নতি করছে। প্রায় ১০০০ পুলিশ এতে কাজ করছে। মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়। যদিও একজন নারী ও ১৬ বছরের কিশোরকে পরে ছেড়ে দেওয়া হয়। ব্রিটেনের সতর্কমাত্রা কমিয়ে আনা হয়েছে এবং আজ সোমবার রাত থেকে সৈন্যদেরও প্রত্যাহার করা হবে। গত ২২ মে ব্রিটেনের ম্যানচেস্টারে মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্টে আত্মঘাতী বোমা হামলা করে সালমান আবেদি। এতে শিশুসহ ২২ জন নিহত হয়।pb/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি