মিয়ানমারে সন্ধান পাওয়া ১৭৫ টন ওজনের বিশাল পাথরের মূল্য ১৩ হাজার কোটি টাকা

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৬

মিয়ানমারে সন্ধান পাওয়া ১৭৫ টন ওজনের বিশাল পাথরের মূল্য ১৩ হাজার কোটি টাকা

নিউ সিলেট ডেস্ক :: মিয়ানমারের একটি খনিতে ১৭৫ টন ওজনের বিশাল একটি জেড পাথরের সন্ধান পাওয়া গেছে। মুল্যবান রত্ন পাথর হিসেবে পরিচিত এই পাথরটির বাজার মুল্য ধরা হচ্ছে এক কোটি ৭০ লাখ ডলার বা ১৩ হাজার কোটি টাকা।

দেশটির উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশের একটি খনিতে পাওয়া পাথরটি ১৪ ফুট উঁচু এবং ১৯ ফুট দীর্ঘ।

প্রায় স্বচ্ছ সবুজ রংয়ের এই পাথর মিয়ানমারে খুবই প্রসিদ্ধ। বিশ্বের সবচেয়ে ভালো জেড পাথর সেখানেই পােওয়া যায়।বিবিসি জানিয়েছে মিয়ানমারে মোট জিডিপির অর্ধেকই আসে জেড শিল্প থেকে।

জেড পাথরের সবচেয়ে বড় বাজার পার্শ্ববর্তী দেশ চীন, যেখানে এটিকে ‘স্বর্গের পাথর’ হিসেবে আখ্যায়িত করা হয়।

বৃহস্পতিবার পাওয়া এই জেড পাথরটি আকারের দিক থেকে সবচেয়ে বড়। এই মূল্যবান রত্ন পাথরটি যখন পরিষ্কার করা হবে, বিভিন্ন ছোট ছোট খণ্ডে ভাগ করা হবে তখন এর দাম কয়েকগুণ বেড়ে যাবে।
জেড পাথরের নেকলেস ও ব্রেসলেট অনেক জনপ্রিয়। তার সাথে চায়নাতে বিভিন্ন মূর্তি বানাতে ব্যবহার করা হয় মূল্যবান এই পাথর।

২০১৩ সালে কানাডাতে ১৮ টন ওজনের নেফ্রাইত জেড পাথর পাওয়া যায়। সেটির বাজারমূল্য ছিল ১.৬ মিলিয়ন পাউন্ড।

জেড পাথরের দাম এখন বাড়ছে। কারণ বিভিন্ন কাজে এর ব্যবহার বাড়ছে। মিয়ানমার সরকার ও রাজনীতিবিদরা এই জেড পাথরের আবিষ্কারে তাদের আনন্দের কথা শেয়ার করছেন। ক্ষমতাসীন রাজনৈতিক দলের এক স্থানীয় নেতা ইউ টিন্ট সু বলেন ‘এটা আমাদের সরকারের সময় পাওয়া গেছে। এটা আমাদের জনগণের জন্য সৌভাগ্য নিয়ে আসবে।’



This post has been seen 516 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১