সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জুন ১, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : যুক্তরাজ্যের ম্যানচেস্টারে আত্মঘাতী হামলার পর ব্রিটিশ নিরাপত্তা সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে দাবি করেছিল, হামলাটি লোন উলফ বলে ধারণা করছেন তারা। একদিনের মাথায় ওই অনুমান থেকে সরে গিয়ে তারা জানিয়েছিল, হামলাকারী সালমান একটি জঙ্গি নেটওয়ার্কের অংশ হতে পারে। এবার সেই ধারণা থেকে সরে এসে আবারও হামলাটিকে লোন উলফ (একক ব্যক্তির হামলা) বলছে পুলিশ কর্তৃপক্ষ। যে বিস্ফোরকে ওই হামলা চালানো হয়েছে, তার বেশিরভাগ উপাদানই সালমান নিজে সংগ্রহ করেছে বলে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এর ভিত্তিতেই হামলাটিকে লোন উলফ বলে আশঙ্কা করছেন তারা। তবে পূর্ণাঙ্গ তদন্তের আগে এ ব্যাপারে উপসংহারে পৌঁছাতে চান না।
ব্রিটিশ পুলিশের নর্থ ওয়েস্ট কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান রুস জ্যাকসন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৩ মে ম্যানচেস্টার পুলিশ দাবি করেছিল, আত্মঘাতী ওই হামলাকারী ছিলেন লোন উলফ। এই পর্যায়ে আমরা ধারণা করছি, একজন হামলাকারীই এই হামলা চালিয়েছে। হামলায় নিহতদের মধ্যে শিশুও রয়েছে। উল্লেখ্য লোন উলফ অর্থ হলো একা এক ব্যক্তি লক্ষ্যবস্তুতে গিয়ে আত্মঘাতী হামলা চালানো। এ ধরনের হামলার কারণে হামলাকারী জীবিত না থাকায় তার কাছ থেকে কোনও তথ্য সংগ্রহ করতে পারেন না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত ২৪ মে সকালে হামলাকারী প্রসঙ্গে বলতে গিয়ে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুড এ ঘটনায় আরও কেউ জড়িত থাকার ধারণার কথা জানান। তিনি বলেন, সম্ভবত সে একা এ হামলা চালায়নি। গোয়েন্দা কর্মকর্তারা সালমান আবেদিকে আগে থেকে চিনতেন উল্লেখ করে তিনি আরও বলেন, আশা করি পরবর্তী কয়েক দিন কিংবা কয়েক সপ্তাহের মধ্যে আমরা সালমানের ব্যাপারে আরও তথ্য জানব। তবে গতকাল বুধবার পুলিশ কর্মকর্তা রুস জ্যাকসন বলেন, ম্যানচেস্টার হামলার চারদিন আগে হামলাকারী নিজেই বোমা তৈরির প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে। পুলিশ এখনও এ বিষয়ে তদন্ত করছে। বৃহৎ কোনও নেটওয়ার্কের সঙ্গে হামলাকারীর সংশ্লিষ্টতার ব্যাপারেও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে পুলিশ। এদিকে ম্যানচেস্টার হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত তিন ব্যক্তিকে মঙ্গলবার মুক্তি দেওয়া হয়েছে। কোনও অভিযোগ গঠন ছাড়াই তাদের মুক্তি দেওয়া হয়।
নর্থ ওয়েস্ট কাউন্টার টেররিজম ইউনিট-এর প্রধান রুস জ্যাকসন জানান, এখন বিশেষ করে হামলাকারী সালমান আবেদির শেষ মুহূর্তের কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে। এরইমধ্যে সিসিটিভিতে ঘটনার দিন তার কর্মকাণ্ড খতিয়ে দেখা হয়েছে। এছাড়া ফোনকলসহ নানা উপায়ে তিনি কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন সেসব বিষয়ে তদন্তকাজ পরিচালনা করছে পুলিশ।
এদিকে ম্যানচেস্টারে কনসার্টে হামলার প্রায় এক সপ্তাহ পর নতুন তদন্ত শুরু করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এমআই-ফাইভ। হামলা পরবর্তী এ অনুসন্ধানে গোয়েন্দা সংস্থাটি খতিয়ে দেখবে হামলাকারী সালমান আবেদিকে নিয়ে সতর্কতা থাকার পর কিভাবে বিষয়টি পরিচালনা করা হয়েছে। লিবিয়ান বংশোদ্ভূত সালমান ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে ব্যবসা নিয়ে পড়াশোনা করত। হামলার আগে থেকেই সালমানের আচরণ নিয়ে অভিযোগ করেছিলেন তার পরিচিতজনরা। এমআই-ফাইভ খতিয়ে দেখবে, হামলাকারীর বিষয়ে এমন কোনও সতর্কবাণী তারা এড়িয়ে গেছেন কিনা যা দিয়ে হামলা থামানো যেত। এর আগে জানা গেছে সালমানের জঙ্গিবাদী মানসিকতার ব্যাপারে অন্তত তিনবার সতর্ক করা হয়েছিল এমআই-ফাইভকে।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুডও নিশ্চিত করেছেন এমআই-ফাইভের আগ্রহের বিষয় ছিল আবেদি। কিন্তু তখনও তার ব্যাপারে কোনও অনুসন্ধান করা হয়নি। তিনি বলেন, গোয়েন্দারা আগেও তার ব্যাপারে কাছের মানুষদের থেকে তথ্য সংগ্রহ করছিল। কিন্তু সতর্কতার পর কোনও ভুল হয়েছে, এখনই তা বলতে চাই না।dt/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি