আইএসের মুখপাত্র বিমান হামলায় নিহত

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, জুন ১, ২০১৭

আইএসের মুখপাত্র বিমান হামলায় নিহত

নিউ সিলেট ডেস্ক : যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আল জোরে ইসলামিক স্টেটের মুখপাত্র ও আমাকের প্রতিষ্ঠাতা নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে। বুধবার এক ফেসবুক পোস্টে তার ভাই এ কথা জানিয়েছে। তবে আমাকের প্রতিষ্ঠাতা রাইয়ান মেশাল নিহত হয়েছে কি না তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
ওই পোস্টে জানানো হয়, বিমান হামলায় আল মায়াদিন শহরের নিজ বাড়িতে মেশাল ও তার কন্যা নিহত হয়েছে। সিরিয়ার সরকার বিরোধী আন্দোলনকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মেশালের নিহত হওয়ার খবরটি শেয়ার করেছে। প্রকাশিত ওই ফেইসবুক পোস্টে তার ভাই বলেন, ‘আমি হৃষ্টচিত্তে ঘোষণা করছি, জোট বাহিনীর বিমান হামলায় রাইয়ান মেশাল নামে পরিচিত আমার বড় ভাই বরা কাদেক শহীদ হয়েছেন।tr24/ns/-



This post has been seen 244 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮