রোজা পালনে মুসলমানদের বাধা সৃষ্টি করছে চীন

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জুন ২, ২০১৭

রোজা পালনে মুসলমানদের বাধা সৃষ্টি করছে চীন

নিউ সিলেট ডেস্ক : চীনের মুসলমানরা ১৬ ঘন্টার দীর্ঘ সময়ে কষ্টসাধ্য রোজা রাখার মধ্যেও বেইজিং কর্তৃপক্ষের নানা ধরণের বাধার সম্মুখীন হচ্ছে। দেশটির মুসলিম প্রধান অঞ্চল জিনজিয়াং প্রদেশে এ পবিত্র মাসে দিনের বেলায় সকল ধরণের খাবারের দোকান খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ সময়ে মুসলমানরা সকল ধরণের পানাহার থেকে বিরত রাখে এবং সে উদ্দেশ্যে খাবারের দোকানগুলো বন্ধ থাকে। কমিউনিস্ট পার্টির মুসলিম সদস্যদেরকে ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন দায়িত্ব পালন করতে নির্দেশ দেয়া হয়েছে, রোজা রেখে যে দায়িত্ব পালন একেবারেই সম্ভব না। প্রদেশের এক অংশে শুক্রবার রোজা থাকাকালীন সময়ে চলচ্চিত্র প্রদর্শণে উপস্থিত থাকা ও খেলাধুলাতে অংশগ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে শিক্ষার্থীদের। এর আগে দেশটি জিনজিয়াং প্রদেশের মুসলমানদের প্রকাশ্যে হিজাব পরা ও অনলাইনে কুরআনের উদ্ধৃতি দেয়া নিষিদ্ধ করেছে। মুসলিম শিশুদের ধর্মীয় নাম রাখাও নিষিদ্ধ করা হয়েছে প্রদেশটিতে। চীন সরকারের দাবী দেশের জাতীয়তা ও ঐতিহ্য রক্ষার্থে এ ধরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যদিকে চীনের মুসলমানদের উপর স্বাধীনতা হরণের কথা বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সমূহ।pb/ns/- সূত্র: দ্য নিউ আরব



This post has been seen 202 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮