সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জুন ৫, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে সৌদি আরবসহ পাঁচটি মুসলিম দেশ। দেশটির বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ এনে সোমবার এ ঘোষণা দেয়া হয়। খবর রয়টার্স ও আল-অ্যারাবিয়ার।
কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছাড়াও সব ধরনের সড়ক, সমুদ্র ও আকাশ যোগাযোগ বিচ্ছিন্নকারী বাকি দেশগুলো হলো, সৌদি আরবের মিত্র বাহরাইন, মিশর ও সংযুক্ত আরব আমিরাত। এছাড়া পরে ইয়েমেনও একই ঘোষণা দিয়েছে।
বাহরাইনের সংবাদ সংস্থা জানায়, অব্যাহতভাবে নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কারণে প্রতিবেশী কাতারের সঙ্গে বাহরাইন সব ধরনের সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নিয়েছে। এতে আরো বলা হয়, ইরানের সঙ্গে সম্পৃক্ত গণমাধ্যম, সন্ত্রাসী কর্মকাণ্ডে সমর্থন ও অর্থায়নে কাতারের উসকানি এ সিদ্ধান্ত নিতে বাহরাইনকে সাহায্য করেছে। এ ছাড়া এসব দেশ থেকে আগামী ১৪ দিনের মধ্যে কাতারের সব নাগরিক এবং বরখাস্তের ৪৮ ঘণ্টার মধ্যে কূটনীতিকদের চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে বাহরাইনসহ পাঁচটি মুমলিম দেশে কাতারের নাগরিকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।pb/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি