সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জুন ৫, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : সন্ত্রাসবাদ উসকে দেয়ার অভিযোগে মধ্যপ্রাচ্যের পাঁচ দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। সোমবার সম্পর্ক ছিন্নের ঘোষণার পর ব্যাপক কূটনৈতিক সংকট তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এর জের ধরেই সৌদি আরবে চলাচলকারী বিমানের ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে কাতার এয়ার ওয়েজ। সোমবার কাতার এয়ার ওয়েজের অফিসিয়াল ওয়েবসাইটে সৌদি আরবগামী কাতার এয়ার ওয়েজের সব ধরনের ফ্লাইট স্থগিতের তথ্য জানানো হয়েছে।
কাতার এয়ার ওয়েজ এ পদক্ষেপ নিল এমন এক সময় যখন প্রতিবেশি সৌদি আরবসহ মিসর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইয়েমেন দোহার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করেছে। দোহার বিরুদ্ধে সন্ত্রাসবাদ উসকে দেয়ার অভিযোগ এনে উপসাগরীয় সহযোগিতা সংস্থাভূক্ত (জিসিসি) দেশগুলোর মধ্যে শক্তিশালী পাঁচ সদস্য কাতারের বিরুদ্ধে একযোগে নজিরবিহীন এ পদক্ষেপ নিল। সম্পর্ক ছিন্নকারী ওই পাঁচ দেশ বলছে, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের অ্যাজেন্ডা সমর্থন করে কাতার। এদিকে শারজাহ ও দোহাগামী এয়ার অ্যারাবিয়ার বিমানের সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে কাতারের দোহাগামী বিমানের ফ্লাইট বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যারাবিয়া। সোমবার আমিরাতের এই বিমান সংস্থা বলছে, মঙ্গলবার থেকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ফ্লাইট বন্ধ থাকবে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় শারজাহ থেকে দোহার উদ্দেশ্যে সর্বশেষ ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এরপর দোহা থেকে শারজাহর উদ্দেশ্যে সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে ছেড়ে যাবে আরেকটি ফ্লাইট। তবে যারা ৫ জুনের পর এয়ার অ্যারাবিয়ার দোহাগামী ফ্লাইটে অগ্রিম টিকিট সংগ্রহ করে রেখেছেন, তাদের সম্পূর্ণ অর্থ ফেরত দেয়া হবে বলে জানিয়েছে আমিরাতের এই বিমান সংস্থা। কেউ চাইলে ওই অর্থে অন্য কোনো গন্তব্যের জন্য বুকিং সুবিধা নিতে পারবেন। সৌদি আরব, মিশর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও লিবিয়া সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে মুসলিম ব্রাদারহুডসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থনের অভিযোগে কাতারের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে এ ছয় দেশ।
সূত্র : রয়টার্স, ডন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি