তিস্তা চুক্তি হওয়ার নিশ্চয়তা নেই : সুষমা

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, জুন ৫, ২০১৭

তিস্তা চুক্তি হওয়ার নিশ্চয়তা নেই : সুষমা

নিউ সিলেট ডেস্ক : ভারত-বাংলাদেশের মধ্যে বহু প্রতীক্ষিত তিস্তা চুক্তি যে আগামী বছরই হবে, এর কোনো নিশ্চয়তা নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বলেছেন, চুক্তি হতে হলে ভারতের কেন্দ্র, পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশ সরকারের সহমত দরকার। ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে সোমবার বার্ষিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সুষমা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জওহরলাল নেহরু ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, আমি যথেষ্ট আশাবাদী, তিন পক্ষই সহমত হবে। কিন্তু তা কবে বা কত দিনে সম্ভব হবে, তা নির্দিষ্ট করে আমি বলতে পারব না।
গত এপ্রিল মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দিল্লি আসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ অনুরোধ জানিয়েছিলেন। হায়দরাবাদ হাউসে সবার উপস্থিতিতে প্রধানমন্ত্রী মোদি আশ্বাস দিয়ে বলেছিলেন, তিনি ও হাসিনা ক্ষমতাসীন থাকার সময়েই তিস্তা চুক্তি সই হবে। ওই অনুষ্ঠানে মমতা তিস্তার বিকল্প প্রস্তাবও দিয়েছিলেন।
এ কথা মনে করিয়ে সুষমাকে প্রশ্ন করা হয়, আগামী বছর এ সময় তিনি যখন সরকারের চতুর্থ বর্ষপূর্তির সংবাদ সম্মেলন করবেন, তখন বাংলাদেশে নির্বাচনী প্রস্তুতি চলবে পুরোদমে। তত দিনে তিস্তা চুক্তি সই হয়ে যাওয়ার নিশ্চয়তা বা আশ্বাস কি তিনি দিতে পারবেন?
পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেই বলেন, আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলে দিতে চাই, এ জাতীয় বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। আগামী বছরের মধ্যেই চুক্তি হয়ে যাবে, এ কথা নির্দিষ্ট করে আমি বলতে পারব না। এর সঙ্গে সঙ্গে তিনি অবশ্য বলেন, তবে এটা বলব, আমাদের চেষ্টায় কোনো কমতি নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে রাজি করানোর প্রবল চেষ্টা চালানো হচ্ছে। এটা আবশ্যকও।
সুষমা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময় মমতা একটা বিকল্প প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবে তিনি তিনটি নদীর উল্লেখ করেছিলেন। বলেছিলেন, ওই নদীগুলোর পানি নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করা হোক। সেই বিকল্প প্রস্তাবও খতিয়ে দেখা হচ্ছে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান। তিনি বলেন, আমরা বিকল্প প্রস্তাবটির সম্ভাব্যতা আছে কি না, তা খতিয়ে দেখছি। সেই রিপোর্ট তৈরি হয়ে গেলে তা নিয়েও আমরা মমতাজির সঙ্গে আলোচনা করব।pb/ns/-



This post has been seen 281 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮