নওয়াজ-মোদি বৈঠক অনিশ্চিত

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, জুন ৬, ২০১৭

নওয়াজ-মোদি বৈঠক অনিশ্চিত

নিউ সিলেট ডেস্ক :  কাজাখস্তানে সাংহাই কো-অপারেশন সামিটে (এসসিও) অনুষ্টানে আগামীকাল বুধবার উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। কিন্তু সেখানে দেখা হলেও শীর্ষ এই দুই নেতার মধ্যে কোন বৈঠক হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
সুষমা জানিয়েছেন, আসন্ন এসসিও বৈঠকে নরেন্দ্র মোদি এবং নওয়াজ শরিফের মধ্যে কোনও বৈঠক নির্ধারিত নেই।
ভারতীয় গণমাধ্যমের দাবি, পাকিস্তানের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছিল যাতে অন্তত একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজন করা হয়। সেখানে কাশ্মির প্রসঙ্গ তুলে ঘরোয়া রাজনীতিতে কিছুটা সুবিধা আদায় করে নিতে চাচ্ছিলেন নওয়াজ। কিন্তু ভারত যে এখন পাকিস্তানের সঙ্গে কোনও রকম শীর্ষ বৈঠকে যাবে না তা সাফ জানিয়ে দিয়েছেন সুষমা।
সুষমার দাবি, কুলভূষণ যাদবের মামলাকে কেন্দ্র করে পাকিস্তান কাশ্মির প্রসঙ্গটি আন্তর্জাতিক আদালতে তুলতে চাইছে। তিনি মনে করেন, চেষ্টা করলেও পাকিস্তান সেটা কখনই করতে পারবে না। কাশ্মির সমস্যা নিয়ে একমাত্র দ্বিপাক্ষিক স্তরেই আলোচনা সম্ভব। আন্তর্জাতিক আদালতে নয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি শপথ নেওয়ার সময় থেকেই পাকিস্তানের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন। কিন্তু প্রতিদানে আমরা পেলাম পঠানকোট হামলা। আজও এই তদন্ত আটকে রেখে দিয়েছে ইসলামাবাদ। কাশ্মির নিয়ে পাকিস্তানকে তোপ দেগেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-ও। তিনি বলেন, জম্মু ও কাশ্মিরে অশান্তির জন্য পাকিস্তানই দায়ী। তবে এই ছবি বেশি দিন থাকবে না। সেনাকে বলা আছে পাকিস্তান যদি একটা গুলি ছোড়ে তবে পাল্টা গুলিবর্ষণের জন্য কোনও হিসাব রাখার দরকার নেই।dt/ns/-



This post has been seen 234 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮