এবার অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলা রুখে দিল পুলিশ, বন্দুকধারী নিহত

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, জুন ৬, ২০১৭

এবার অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলা রুখে দিল পুলিশ, বন্দুকধারী নিহত

নিউ সিলেট ডেস্ক : লন্ডন হামলার একদিন পরেই অস্ট্রেলিয়ায় মেলবোর্নে এক সন্ত্রাসী হামলা নস্যাৎ করে দিয়েছে পুলিশ। সোমবার কোন ধরণের হামলার আগেই এক বন্দুকধারীকে হত্যা করে করেছে পুলিশ। এ সময় এক নারীকে জিম্মি করে রেখেছিল বন্দুকধারী যুবক।
পুলিশ সূত্রে খবর, বে স্ট্রিট সংলগ্ন একটি অ্যাপার্টমেন্টে ঢুকে প্রথমে একটি বিস্ফোরণ ঘটায় নিহত যুবক। তারপর বন্দুক ঠেকিয়ে এক নারীকে জিম্মি করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছলে বন্দুকধারীর সাথে পুলিশের গুলি বিনিময় হয়। পুলিশের গুলিতে বন্দুকধারী যুবক নিহত হলেও তার গুলিতে আহত হয় তিনজন পুলিশ সদস্য। ঘটনাস্থলেই বন্দুকধারীর মৃত্যু হ্য় আর আহত পুলিশের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এখন পর্যন্ত কোন সংগঠন এ হামলা প্রচেষ্টার দায় স্বীকার করেনি। বন্দুকধারীর পরিচয় উদ্ধার করাও সম্ভব হয়নি এখনো। তবে এ হামলার নেটওয়ার্ক খুঁজতে পুলিশ পুরো এলাকা তল্লাশি চালায়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া



This post has been seen 198 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮