যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হামলাকারীর নাম প্রকাশ

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, জুন ৬, ২০১৭

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হামলাকারীর নাম প্রকাশ

নিউ সিলেট ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর ওয়্যারহাউজে বন্দুকধারীর গুলিতে পাঁচজনকে হত্যাকারী ব্যক্তির নাম রবার্ট নিউম্যান জুনিয়র। এ বছর এপ্রিলে চাকুরি হতে বহিষ্কৃত ওই ব্যক্তি সোমবার সকাল সাড়ে সাতটায় সেমি অটোমেটিক পিস্তল দিয়ে হামলা চালায়, বলে জানিয়েছেন অরল্যান্ডো কাউন্ট্রি শেরিফ জেরি ডেমিন্স।
তিনি জানিয়েছেন, বন্দুকধারীর নাম রবার্ট নিউম্যান জুনিয়র। তিনি ৪৫ বছর বয়সী সাবেক সেনা কর্মকর্তা। অরল্যান্ডোর মেইট ল্যান্ডের এই বাসিন্দা একাকী বাস করেতেন এবং সন্ত্রাসবাদের সঙ্গে তার কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি। অরল্যান্ডোর শিল্প এলাকার ক্যাভের্নাস ওয়্যারহাউসের পেছনের দরজা দিয়ে ঢুকে এই হত্যাকাণ্ড ঘটান রবার্ট।
শেরিফ আরও জানান, সাবেক সহকর্মীদের সঙ্গে খারাপ সম্পর্কের জের ধরে পূর্ব পরিকল্পনার অংশ ছিল এটি। মৃতদের বেশিরভাগের মাথায় গুলি করা হয়। তবে কারো ক্ষেত্রে একাধিকবার গুলির আঘাত পাওয়া যায়।’
শেরিফ জানিয়েছেন, রবার্ট নিউম্যান জুনিয়রের অস্ত্রের অনুমোদন ছিল না এবং ১৯৯৯ সালে সন্মানজনক ভাবে সে চাকুরীচ্যুত হয়েছিলেন। পালস নাইটক্লাবে গুলিবর্ষণের বর্ষপূর্তির এক সপ্তাহ আগে এই হামলার ঘটনা ঘটল। গত বছরে নাইটক্লাবে ওই হামলার ঘটনায় ৪৯ জন নিহত হয়েছিল।
রবার্টের প্রতিবেশী আর্নি বয়েড বলেন, সে (বন্দুকধারী) সামাজিক নয়। সাধারণত সাইকেল ব্যবহার করতো। একবার কথা হয়েছিল। এইটুকুই। হামলায় নিহতরা হলেন রবার্ট স্নাইডার (৬৭), বেরেন্ডা মনটানেজ স্ক্রেস্পো (৪৪), কেভিন ক্লার্ক (53), জেফরি রবার্টস (৫৭) এবং কেভিন লসন (৪৬)।
উল্লেখ্য, অভিযুক্ত হত্যাকারী রবার্ট এর আগে ২০১৪ সালে একজনের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে। পরে তা দুইজনের সমঝোতায় খারিজ হয়ে যায়। তবে সোমবারের ঘটনায় মৃতদের মধ্যে পূর্বের জড়িয়ে পড়া ব্যক্তি ছিল না বলে জানা যায়।
শেরিফের তথ্যে আরো ওঠে আসে, রবার্টের ক্রিমিনাল রেকর্ড অনুযায়ী সে মারিজুয়ানা ও ড্রাইভিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্সের মত গুরুত্বপূর্ণ অভিযোগে অভিযুক্ত হয়েছিল।
ফেডারেল ল’ এনফোর্সমেন্ট অফিসার জানায়, বন্দুকধারী তার স্থলাভিষিক্ত নারীকে বন্দুক উচিয়ে বেরিয়ে যেতে বলে। পরে ওই নারীই পুলিশকে খবর দেন।
শেরিফ জানায়, সম্ভবত বন্দুকধারী ওই নারীকে তার স্থলাভিষিক্ত বলে সনাক্ত করতে পারেনি। ঘটনার দুই মিনিটের মাথায় পুলিশ স্থানটি ঘিরে ফেলে এবং এফবিআই এতে সহায়তা করে বলে জানায় অরল্যান্ডো এফবিআই অফিস প্রধান রন হোপার। ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব ল এনফোর্সমেন্ট স্পেশাল এজেন্ট ডেনি ব্যাঙ্ক বলেন, দ্রুত ব্যবস্থা নেয়ায় সাতজনের জীবন রক্ষা করা গেছে।
ফ্লোরিডা ডেমোক্রেটিক তার অফিসিয়াল নিউজে জানান, অরল্যান্ডো সিটিতে গত বছর হতে আশংঙ্কাজনক হারে অপ্রত্যাশিত ঘটনার সংখ্যা বেড়ে যাচ্ছে। রিপাবলিকান সরকারের পক্ষ হতে রিক স্কট সকল ফ্লোরিডাবাসীর কাছে শোকহত পরিবারের জন্য সমবেদনার আহ্বান জানান।dt/ns/-



This post has been seen 201 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮