সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, জুন ৬, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : লন্ডনে শনিবার রাতে গাড়ি চাপা ও এলোপাথাড়ি ছুরি চালিয়ে সাত জনকে হত্যার ঘটনায় তিন হামলাকারীর মধ্যে দুইজনের নাম প্রকাশ করেছে ব্রিটেনের পুলিশ। এদিকে ব্রিটেনের ১৩০ জন ইমাম ও ধর্মীয় নেতা লন্ডন হামলাকারীদের জানাজা পড়াতে অস্বীকৃতি জানিয়েছেন।
পুলিশ জানায়, এই দুইজনের একজন মরক্কো ও অপরজন লিবিয়ান বংশোদ্ভূত। হামলাকারীদের একজন ২৭ বছর বয়সী খুরাম বাট্। তিনি বিবাহিত ও এক সন্তানের বাবা ছিলেন। ইসলামপন্থী উগ্রবাদীদের নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্রে তাকে দেখা গিয়েছিল এবং পুলিশ তার সম্পর্কে আগেই জানতো। গত দুই বছরে দুজন ব্যক্তি তার সম্পর্কে কর্তৃপক্ষকে সাবধান করেছিল।
অন্যজনের নাম রাশিদ রেদুয়ান, তার বয়স ছিল তিরিশ। শনাক্ত করা দুজনই পূর্ব লন্ডনের বার্কিং এলাকার বাসিন্দা ছিলেন। মুসলিম কাউন্সিল অব ব্রিটেন বলছে এটি একটি অভূতপূর্ব ঘটনা এবং তারা অন্যদেরও হামলাকারীদের জানাজা না পরানোর আহবান জানিয়েছেন।
ইমাম ও ধর্মীয় নেতাদের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত তারা নিয়েছেন কারণ হামলাকারীরা যা করেছে তা কোনভাবেই ইসলামের শিক্ষার সঙ্গে যায় না। শনিবারের ওই ঘটনায় তিন হামলাকারীই পুলিশের গুলিতে নিহত হন। এর আগে তারা লন্ডন ব্রিজ ও বারো মার্কেট এলাকায় একটি গাড়ি নিয়ে পথচারীদের ওপর উঠিয়ে দেয় এবং পরে মানুষজনকে ছুরি দিয়ে এলোপাথাড়ি হামলা করে। এই ঘটনায় সাত জন নিহত হয় এবং আহত প্রায় অর্ধশতাধিক। এদের মধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর। হামলার পরেই পুলিশ পূর্ব লন্ডনের বাকিং এলাকা থেকে মোট ১২ জনকে আটক করে। এদর মধ্যে সাতজন পুরুষ ও পাঁচজন নারী। পরে অবশ্য কোন ধরনের অভিযোগ গঠন ছাড়াই তাদের ছেড়ে দেয়া হয়েছে।dt/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি