ভারতে গরু রক্ষায় জাতীয় নিরাপত্তা আইন ঘোষণা!

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, জুন ৭, ২০১৭

ভারতে গরু রক্ষায় জাতীয় নিরাপত্তা আইন ঘোষণা!

নিউ সিলেট ডেস্ক : গোহত্যা বা দুধের জন্য পোষা হয় এমন গবাদি পশুর বেআইনি পাচারে ধরা পড়লে ভারতের উত্তরপ্রদেশে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) ও দুষ্কৃতী আইন (গ্যাংস্টার অ্যাক্ট) প্রয়োগের ঘোষণা দেয়া হয়েছে। রাজ্য পুলিশের প্রধান (ডিজিপি) সুলখন সিংহ মঙ্গলবার সব জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তার উদ্দেশে এ সতর্কবার্তা দিয়েছেন। খবর আনন্দবাজার’র।
রাজ্য পুলিশ প্রধান কড়া নির্দেশনা দিয়ে বলেছেন, এই নিয়ম কঠোরভাবে পালন করতে হবে।
জাতীয় নিরাপত্তা আইনে কাউকে আটক করা হলে যত দিন খুশি আটক রাখা যায়। আটককৃতকে তার কারণ জানানোরও দায় থাকে না পুলিশের। গো-রক্ষায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দ্বিতীয় অস্ত্রটিও কম যায় না। ‘গ্যাংস্টার অ্যাক্টে’ ধৃত ব্যক্তিকে সাধারণ ক্ষেত্রে ১৪ দিন পুলিশ হেফাজতে রাখা যায়। বিশেষ ক্ষেত্রে এটা ৬০ দিন পর্যন্তও হতে পারে। শুধু তা-ই নয়, এক বার ‘গ্যাংস্টার অ্যাক্ট’-এ আটক হওয়া মানে পুলিশের দুষ্কৃতী তালিকায় নাম উঠে যাওয়া। পরে যেকোনো সময়ে থানায় হাজিরা দেওয়ার জন্য সমন জারি করা যায় তার বিরুদ্ধে। সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও যেকোনো সময়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় তলব করতে পারে পুলিশ। এখন থেকে উত্তরপ্রদেশে গো-হত্যা বা গবাদি পশু পাচারের দায়ে একবার ধরা পড়লে সারা জীবনের জন্য দাগি অপরাধী হয়ে থাকতে হবে।
অবশ্য এমন অপরাধে ওই দুই আইন কার্যকর করার নির্দেশ জারি হয়েছিল বিগত অখিলেশ যাদব সরকারের আমলেই। কিন্তু বাস্তবে তা সেভাবে প্রয়োগ করা হতো না।pb/ns/-



This post has been seen 193 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮