সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, জুন ৮, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : ভূমি থেকে সাগরে জাহাজে আঘাত হানতে সক্ষম একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (৮ জুন) ভোরে উত্তর কোরিয়ার উপসাগরীয় শহর উনসান থেকে স্বল্পপাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব উপসাগরে নিক্ষেপ করা হয়।
ভূমি থেকে নিক্ষেপের পর এটি ২০০ কিলোমিটার দূরে গিয়ে সাগরে পড়ে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। বিবিসি ও আলজাজিরা এ খবর প্রকাশ করেছে।
জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি অব্যাহত রেখেছে। এর মধ্যে বিগত কয়েক সপ্তাহ হলো দেশটি প্রত্যেক সপ্তাহেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এক বিবৃতিত দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, উত্তর কোরিয়া জাহাজে আঘাত হানতে সক্ষম একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
এ বছর একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে উত্তর কোরিয়া। তবে সবগুলো ক্ষেপণাস্ত্র পরীক্ষাই সফল হয়নি। উত্তর কোরিয়া সব ধরনের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জাতিসংঘ।
দেশটির ক্রমাগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে।
এর আগেও বেশ কয়েকবার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এগুলো সফল হয়নি।
গত মে মাসে উত্তর কোরিয়া দ্রুতগতির একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এটি ৪৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।tr24/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি