সৌদিসহ চার দেশের সন্ত্রাসী তালিকা প্রকাশ, কাতারের প্রত্যাখ্যান

প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, জুন ১০, ২০১৭

সৌদিসহ চার দেশের সন্ত্রাসী তালিকা প্রকাশ, কাতারের প্রত্যাখ্যান

নিউ সিলেট ডেস্ক : সৌদি আরবসহ চারটি আরব দেশ সন্ত্রাসবাদীদের নামের যে তালিকা প্রকাশ করেছে শুক্রবার তা প্রত্যাখ্যান করেছে কাতার। এতে ইখওয়ানুল মুসলেমিনের আধ্যাত্মিক নেতা ইউসুফ আল-কারজাভিসহ ৫৯ ব্যক্তির ও ১২টি প্রতিষ্ঠানের নাম রয়েছে। এছাড়া, কাতারের অর্থ সাহায্যে পরিচালিত কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানের নামও রয়েছে এ তালিকায়।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর শুক্রবার এ তালিকা প্রকাশ করেছে। তালিকা প্রকাশের মধ্যদিয়ে পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে চলমান টানাপড়েন আরো জোরদার হবে।
কাতার সরকার আজ এক বিবৃতিতে বলেছে, এ তালিকা প্রকাশে মাধ্যমে সন্ত্রাসবাদের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগ ভিত্তিহীন তা আবার প্রমাণিত হলো। সন্ত্রাসী তালিকার বিবৃতিতে স্বাক্ষরকারী অনেক দেশের চেয়েও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাতারের অবস্থান শক্তিশালী বলেও উল্লেখ করা হয় এতে।
এর আগে সন্ত্রাসী কর্মকাণ্ডের জড়িত থাকার অভিযোগে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং মিশরের ইখওয়ানুল মুসলেমিনকে কালো তালিকাভূক্ত করেছে সৌদি সরকার। এছাড়া, হামাস ও ইখওয়ানকে সমর্থন দেয়ার অভিযোগে সম্প্রতি কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সৌদিসহ কয়েকটি দেশ।dt/ns/-



This post has been seen 217 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮