যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে রিপাবলিকান নেতা গুলিবিদ্ধ

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৭

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে রিপাবলিকান নেতা গুলিবিদ্ধ

নিউ সিলেট ডেস্ক : যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির শীর্ষস্থানীয় নেতা স্টিভ স্কেলিস গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। স্টিভ স্কেলিস যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান হুইপ।
বুধবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আলেকজান্দ্রিয়ায় এ ঘটনা ঘটে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও সিএনএন এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, গুলিবর্ষণের ঘটনায় একইসঙ্গে আহত হয়েছেন আরও কয়েক ব্যক্তি।
আলেকজান্দ্রিয়ার পুলিশ জানিয়েছে, বন্দুকধারীসহ আরও পাঁচজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
এক টুইট বার্তায় পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনকে আটক করা হয়েছে। আলেকজান্দ্রিয়ায় একটি মাঠে বেসবল অনুশীলনে ব্যস্ত ছিলেন স্কেলিস। আগামীকাল বৃহস্পতিবার ন্যাশনাল পার্কে ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে বেসবল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা।
ঘটনার পরই টুইটারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, লুইসিয়ানার স্টিভ স্কেলিস একজন সত্যিকারের বন্ধু এবং দেশপ্রেমিক। তিনি আহত হয়েছেন এবং দ্রুতই সেরে উঠবেন। আমাদের প্রার্থনা রইল। বিষয়টির ওপর নজর রেখেছেন বলে জানিয়েছেন তিনি।
ট্রাম্প বলেন, ভাইস প্রেসিডেন্ট এবং আমি ভার্জিনিয়ার ঘটনাটি দেখছি। তিনি বলেন, আমাদের দলের নেতা, কর্মী, পুলিশের ওপর আমাদের প্রার্থনা রয়েছে। ২০০৮ সাল থেকে স্টিভ স্কেলিস লুইসিয়ানার কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি। তিনি রিপাবলিকান স্টাডি কমিটির চেয়ারম্যান।tr24/ns/-



This post has been seen 338 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮