যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা মার্কিন সিনেটে বিল পাস

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৭

যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা মার্কিন সিনেটে বিল পাস

নিউ সিলেট ডেস্ক :  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিলে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। বিলের পক্ষে ক্ষমতাসীন রিপাবলিক ও বিরোধী ডেমোক্র্যাট দলের প্রায় সবাই ভোট দিয়েছেন। গত বুধবার মার্কিন সিনেটে ভোটাভুটি হয় এবং বিলের পক্ষে ভোট পড়েছে ৭২টি আর বিপক্ষে পড়েছে মাত্র দুটি ভোট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে যখন তদন্ত চলছে তখন সিনেটে এ বিল পাস হলো।ওই নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছিলেন। এ বিল যাতে প্রেসিডেন্ট ট্রাম্প বাতিল না করতে পারেন সেজন্য এতে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যবস্থা রাখা হয়েছে। ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে প্রেসিডেন্ট ট্রাম্পকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। নির্বাচনে হস্তক্ষেপের কথা অস্বীকার করে আসছে রাশিয়া। প্রেসিডেন্ট ট্রাম্পও এসব অভিযোগ নাকচ করে আসছেন।dt/ns/-



This post has been seen 289 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮