আত্মঘাতী হামলায় আফগানিস্তানে শিয়া মসজিদে নিহত ৬

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৭

আত্মঘাতী হামলায় আফগানিস্তানে শিয়া মসজিদে নিহত ৬

নিউ সিলেট ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলার ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। ওই হামলায় আরও বহু মানুষ আহত হয়েছে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম কাবুলের একটি শিয়া মসজিদে ওই হামলা চালানো হয়। পবিত্র রমজানে এ ধরনের হামলা চালানো হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিস এক টুইট বার্তায় জানিয়েছেন, পশ্চিম কাবুলের আল জাহরা মসজিদে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
তিনি আরও বলেছেন, মসজিদের গেটে নিরাপত্তারক্ষীরা হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা না করলে হতাহতের সংখ্যা আরও বাড়ত। নামাজ কক্ষের পাশে রান্নাঘরের ভেতরে এক হামলাকারী নিজেকে বোমা মেরে উড়িয়ে দেন। পরে নিরাপত্তারক্ষী এবং নামাজরত মুসল্লিরাও হামলাকারীদের ওপর চড়াও হয়। আল জাহরা মসজিদে নির্মাণে অবদান রাখা ব্যবসায়ী হাজী রামাযা ওই হামলায় নিহত হয়েছেন।tr24/ns/-



This post has been seen 260 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮