দাবানলে পর্তুগালে নিহতের সংখ্যা বেড়ে ২৫

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৭

 দাবানলে পর্তুগালে নিহতের সংখ্যা বেড়ে ২৫

নিউ সিলেট ডেস্ক : পর্তুগালে ভয়াবহ দাবানলের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। কর্তৃপক্ষ জানিয়েছে, কোয়িমব্রা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পেদ্রোগাও গ্রান্দে জেলার বনে আগুন লাগার পর গাড়ি দিয়ে পালানোর সময় দাবানলের কবলে পড়ে অনেকের মৃত্যু হয়েছে। খবর বিবিসির।
কেন্দ্রীয় অঞ্চলের বনে আগুন লাগার ঘটনায় ২৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কর্মকর্তারা। দাবানলের ঘটনায় আরো আন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ছয়জন দমকল কর্মী।
প্রধানমন্ত্রী আন্তোনি বলেছেন, ভয়াবহ একটি ঘটনা প্রত্যক্ষ করলাম আমরা। এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, নিহতদের মধ্যে ১৬ জন তাদের গাড়ির ভেতরে বদ্ধ অবস্থায় আগুনে পুরে মারা গেছেন। এছাড়া আরও তিনজনের মৃত্যু হয়েছে ধোঁয়ায় দম বন্ধ হয়ে। বনে কী কারণে আগুন লাগলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনাও সম্ভব হয়নি।n24/ns/-



This post has been seen 199 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮