সিলেট ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, ব্রেক্সিটের পরও একজন বৈধ অভিবাসী যিনি ইইউ নাগরিক তিনি একজন ব্রিটিশ নাগরিকের সমান সব ধরনের অধিকার পাবেন। এতে করে তারা ব্রেক্সিট এর পরেও শিক্ষা, চিকিৎসা সেবা এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। খবর বিবিসির।
তিনি আরও বলেন, তার দেশ কখনও চায় না যে বর্তমান ব্রিটেনের অভিবাসী কোন ইউরোপীয় নাগরিক দেশ ত্যাগ করুক। তিনি আশা করেন এই ব্যবস্থা পারস্পরিক হবে। ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের সম্মেলনে মে বলেন, কেউ কোনো ধরনের কষ্টকর পরিস্থিতির মুখোমুখি হবে না। বর্তমানে ব্রিটেনে ৩০ লাখ ২০ হাজার ইইউ নাগরিক রয়েছেন। যাদের অনেকের মনে ভয় রয়েছে যে তাদেরকে হয়তবা ফেরত পাঠানো হবে।
মে জোর দিয়ে বলেন, দেশটি চায় না কেউ সেখান থেকে চলে যাক বা কারো পরিবার দু’ভাগ হয়ে যাক।
এদিকে, তার এই প্রস্তাবে সতর্ক মন্তব্য করতে দেখা গেছে কয়েকজন বিশ্ব নেতাকে। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এটাকে একটা ভাল শুরু বলে বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেন, ব্রেক্সিটকে ঘিরে অনেক ইস্যু রয়েছে যেগুলো সমাধান করতে হবে।
ইইউ এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, যখন ব্রিটেনের পুরো প্রস্তাব সোমবার প্রকাশিত হয় তখন তারা এর সমস্তটা পড়ে দেখেছেন। ইইউ থেকে বের হয়ে যাওয়ার জন্য ব্রিটেনের হাতে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত সময় আছে।n24/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি