কাতারকে সৌদি জোটের ১৩ শর্ত 

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৭

কাতারকে সৌদি জোটের ১৩ শর্ত 

নিউ সিলেট ডেস্ক :  আল জাজিরা বন্ধসহ অবরোধ তুলে নিতে কাতারকে ১৩টি শর্ত দিয়েছে সৌদি আরবের নেতৃত্বে মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। খবর রয়টার্স ও বিবিসির।
এই দেশগুলোই সন্ত্রাসবাদে মদদ, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি ও অভ্যন্তরীণ হস্তক্ষেপের অভিযোগ এনে গত ৫ জুন কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়। তবে কাতার এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে তা নাকচ করে দেয়। নতুন করে কাতার সংকট নিরসনে সৌদি আরবের নেতৃত্বে দেশগুলোর পক্ষ থেকে শর্ত জুড়ে দেওয়া হলো। মূলত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আরব দেশগুলোর কাছে কাতার সংকট নিরসনে যৌক্তিক এবং বাস্তবযোগ্য’ শর্ত আহ্বারের পরই এই তালিকা এলো। শর্তের মধ্যে চারটি দেশ কাতারকে ১০ দিনের মধ্যে ইরানের সঙ্গে সম্পর্ক হ্রাস এবং দেশটিতে তুরস্কের সেনা ঘাঁটি বন্ধের দাবি জানিয়েছে।
এছাড়া কাতারে অবস্থান করা ওই চার দেশের তালিকাভুক্ত সন্ত্রাসীদের হস্তান্তরের দাবিও জানানো হয়েছে।
কুয়েতের মাধ্যমে শর্তের তালিকা কাতারে পাঠানো হয়েছে। আরব দেশগুলোর মধ্যে চলমান সংকট সমাধানে কুয়েত মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের প্রস্তাব দেয়।pb/ns/-



This post has been seen 257 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮