ইউরোপে পাড়ি দিতে গিয়ে ফের ভূমধ্যসাগরে নৌকাডুবি, প্রাণহানির আশঙ্কা

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০১৭

ইউরোপে পাড়ি দিতে গিয়ে ফের ভূমধ্যসাগরে নৌকাডুবি, প্রাণহানির আশঙ্কা

নিউ ‍সিলেট ডেস্ক : ইউরোপে প্রবেশের উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে অন্তত ৫০ শরণার্থীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বুধবার ভূমধ্যসাগরের আলবোরান নামক এলাকায় রাবারের তৈরি নৌকাটি ডুবে যায় বলে জানা গেছে। শরণার্থী ও অভিবাসী বোঝাই নৌকাটি আফ্রিকার দেশ মরক্কো থেকে যাত্রা করে। ইউরোপগামী বিভিন্ন দেশের ৫২ জন যাত্রী ছিল নৌকাটিতে। স্পেনের আলবোরান দ্বীপের ৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে নৌকাটির অর্ধেক ডুবে যায়। নৌকাটির তিন আরোহীকে উদ্ধারে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ঘটনাস্থল সংলগ্ন এলাকায় উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
উদ্ধার হওয়া তিন আফ্রিকান নাগরিকের বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে। তারা জানিয়েছেন, রাবারের নৌকাটিতে ৫০ জনের বেশি আরোহী ছিল। নৌযানটি মরক্কোর উত্তরাঞ্চলীয় উপকূল ছাড়ার কয়েকদিনের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
এর আগে গত ২৭ জুন ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে প্রায় পাঁচ হাজার শরণার্থীকে উদ্ধার করে ইতালির নৌবাহিনী। এই সময় অন্তত ২৪ জনের মৃতদেহ পাওয়া যায়। ২৫ জুনেও লিবিয়ার উপকূল থেকে ৭১২ শরণার্থীকে উদ্ধার করে আয়ারল্যান্ডের নৌবাহিনী। গত মাসের গোড়ার দিকেও ভূমধ্যসাগরে ১২৬ জন শরণার্থীবাহী একটি নৌকা সমুদ্রে ডুবে যায়।
এ দিকে মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে বছরের শুরু থেকে এখন পর্যন্ত এক লাখেরও বেশি অভিবাসী এবং শরণার্থী ইউরোপ যেতে ঝুকিপূর্ণভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে। এর মধ্যে ২,২৪৭ জন মারা গেছে। জাতিসংঘের আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংস্থা আইওএম জানায়, গত ১ জানুয়ারি থেকে ৩ জুলাই এর মাঝামাঝি সময়ে ৮৫,০০০ এরও বেশি অভিবাসী ইতালিতে পৌছায়, প্রায় ৯,৩০০ জন গ্রিসে, প্রায় ৬,৫০০ জন স্পেনে এবং ২৭০ জনেরও বেশি সাইপ্রাসে প্রবেশ করেন।pb/ns/-



This post has been seen 202 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮