সিলেট ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে বোমা হামলায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে বৃহস্পতিবার সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজের খবরে প্রকাশ।
অভ্যন্তরীণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, কাতিফ পৌরসভার কাছাকাছি আল-মুসাওয়ারা এলাকায় টহলরত পুলিশ দলের ওপর এ বোমা হামলায় পুলিশ কর্মকর্তা কর্পোরাল আব্দুল্লাহ তেরিকি আল-তুর্কি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ৬ জন। এক সপ্তাহের মধ্যে একই এলাকায় এ নিয়ে দ্বিতীয়বার হামলা হল। মঙ্গলবার সকালেও সন্ত্রাসী হামলায় সহকারি সার্জেন্ট আদেল ফালেহ আল ওতাইবি নিহত হন, আহত হন আরো ৩ জন।
এর আগের সপ্তাহে সাঁজোয়া যান সহকারে নিরাপত্তা কাজে দায়িত্ব পালনকালে সার্জেন্ট আবদুল আজিজ আল-তুর্কিকে লক্ষ্য করে বোমা ছুঁড়ে মারা হলে মারাত্মক আহত হয়ে হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তবে সংবাদ মাধ্যমগুলোতে এ হামলাগুলোর সাথে জড়িত কোন ধরণের সন্ত্রাসী গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়নি। যার কারণে নিশ্চিত করা বলা যাচ্ছে কারা এসব হামলার সাথে জড়িত।pb/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি