সিলেট ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : আফ্রিকার অন্যতম ক্ষুদ্র দেশ মালাবিতে ফুটবল খেলা দেখতে এসে স্টেডিয়ামে প্রবেশের সময় ভীড় করা দর্শকদের আকস্মিক ছত্রভঙ্গে চাপ খেয়ে ৭ শিশুসহ ৮জন মারা গেছে। আহতের পরিমান কয়েক ডজন। পুলিশের সূত্রে বিবিসি জানিয়েছে।
বিবিসি জানায়, দেশটির রাজধানী লিলনগয়িতে বিংগু জাতীয় স্টেডিয়ামে দুই জনপ্রিয় ফুটবল দল নায়াসা বিগ বুলেটস এবং সিলভার স্ট্রাইকার্সের মধ্যকার প্রীতি ম্যাচের আগে কয়েক হাজার সমর্থক আসন দখল করার জন্য হুড়োহুড়ি করলে এ হতাহতের ঘটনা ঘটে।
বিবিসি প্রতিনিধি ফ্রাংক কান্ডু জানান, ৪০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় খুলে দেবার কথা ছিল। সবার জন্য উম্মুক্ত টিকেটবিহীন এ খেলা দেখার জন্য এ সময় হাজার হাজার দর্শক জড়ো হয়। কিন্তু স্টেডিয়ামে প্রবেশে ৩ ঘন্টা দেরি হলে দর্শকদের মধ্যে হুড়োহড়ি পড়ে যায় কে কার আগে প্রবেশ করবে। হতাহত হওয়া স্বত্ত্বেও স্টেডিয়াম ভর্তি দর্শক নিয়ে খেলাটি শুরু হয়। প্রেসিডেন্ট পিটার মুথারিকা এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করার ৫৩ তম বর্ষ পূর্তিতে এ প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। সূত্র: বিবিসি
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি