ইসরায়েলে ফিলিস্তিনি নারী বন্দীদের নির্যাতন

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০১৭

ইসরায়েলে ফিলিস্তিনি নারী বন্দীদের নির্যাতন

নিউ সিলেট ডেস্ক : ইসরায়েলের আটক অসংখ্য ফিলিস্তিনি নারী বন্দিরা কারাগারে নানা ধরণের নির্যাতনের শিকার হচ্ছে বলে জানা গেছে। এর মধ্যে শারীরিক নির্যাতনেরও অভিযোগ এসেছে কারাগার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। ফিলিস্তিনি বন্দী ও প্রাক্তন বন্দীদের নিয়ে কাজ করা কমিশনের প্রধান ইসা ক্বারাক এ অভিযোগ করেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায় মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউ এন আরব।
হাইফার কারাগারে বন্দীরা শারীরিক নির্যাতন, একাকী বন্দী, খুন, জরিমানা এবং খাদ্য ও চলাফেরার স্বাধীনতা রহিত করা ইত্যাদি বিষয়ে অভিযোগ করেন ফিলিস্তিনি আইনজীবী হানান আল-খতিবের কাছে।
খতিব জানান, কারাগার কর্তৃপক্ষের নির্যাতনের প্রতিবাদে সারামাস রোজা পালনেরও ঈদ উদযাপন করতে অস্বীকৃতি জানায়।
জানা যায়, কারাগারের কর্মীরা সেলে ঢুকে নারী বন্দীদের মারধর করে। এছাড়া নানা ধরণের নিষেধাজ্ঞা আরোপ করে বন্দীদের ওপর। জোরপূর্বক অন্য জায়গা বদলি, একাকি কারাবাসে বাধ্য করে-শিরিন ইসাভি এবং দালাল আবু হাওয়া দুই বন্দী এর শিকার বলে জানা গেছে। বন্দিদের সাথে যোগাযোগের অভিযোগে গত বছর আটক হয়েছিলেন ফিলিস্তিনের বিশিষ্ট আইনজীবী শিরিন ইসাভি। তার বোনও সামের আল ইসাভিও কারাগারে বন্দী আছেন যিনি ২০১২-২০১৩ সালে ২৬৬ দিনের অনশন ধর্মঘটের নেতৃত্ব দেন। শিরিন ইসাভিকে এখনো নির্জন কারাবাসে আটকে রাখা হয়েছে। সূত্র: দ্য এন আরব নিউজpb/ns/-



This post has been seen 169 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮