যুক্তরাজ্যে শিশু যৌন নির্যাতনের অভিযোগে ইমামের সাজা

প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০১৭

যুক্তরাজ্যে শিশু যৌন নির্যাতনের অভিযোগে ইমামের সাজা

নিউ সিলেট ডেস্ক : শিশু যৌন নির্যাতনের অভিযোগে যুক্তরাজ্যে ৮১ বছর বয়স্ক এক কোরান শিক্ষকের ১৩ বছরের কারাদণ্ড হয়েছে। মোহাম্মদ হাজী সাদিক কার্ডিফের মদিনা মসজিদে প্রায় ৩০ বছর ধরে কোরআন শিক্ষক হিসেবে কাজ করছেন। সেখানে তিনি চার বালিকার ওপর শাস্তি হিসেবে এই নির্যাতন চালান বলে অভিযোগ করা হয়েছিল। আদালত বলেছে, একজন শিক্ষক হিসেবে হাজী সাদিক তার অবস্থানের সুযোগ নিয়েছেন।
তবে সাদিক তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি মসজিদের ‘রাজনীতি’র শিকার হয়েছেন। কিন্তু বিচারক স্টিফেন হপকিন্স কিউসি সাদিককে উদ্দেশ্য করে বলেন, শিশুরা আপনাকে শ্রদ্ধা করে ‘চাচা’ বলে ডাকতো। কিন্তু আমার বিচারে আপনি একজন ধূর্ত লোক। আপনার উপরের চেহারার আড়ালে রয়েছে এক অন্ধকার দিক। কার্ডিফের উডভিল রোডের মসজিদে সাদিক পার্ট টাইম ইমাম হিসেবে কাজ করতেন। সেখানে ১৯৯৬ হতে ২০০৬ সাল পর্যন্ত তিনি ১৩ বছরের কম বয়সী মেয়েদের নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়েছিল, কোরআন পড়তে গিয়ে কোন ভুল করলে তার জন্য শাস্তি দেয়ার ছলে তিনি নির্যাতন চালাতেন। তিনি একটি ছড়ি দিয়ে মেয়েদের হাতে এবং পিঠে আঘাত করতেন বলেও অভিযোগ করা হয়। তার নির্যাতনের শিকার মেয়েদের কেউ কেউ বলেছে, এজন্যে তারা ওই মসজিদে যেতে ভয় পেত। একজন আত্মহত্যারও চেষ্টা করেছিল।
নির্যাতনের শিকার কেউ কেউ বলেছেন, তারা এই বিষয়গুলো সম্পর্কে কাউকে জানাতেও পারছিলেন না। এদের একজন বলেন, আমাদের ধর্মের কারণে এটা প্রকাশ করা প্রায় অসম্ভব মনে হতো। আরেকটি মেয়ে আদালতে পড়ে শোনানো এক বিবৃতি জানায়, আমাদের পরিবারে সন্মান অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু এই বিষয়ে আমার পরিবার আমার পাশে ছিল।
সাউথ ওয়েলস পুলিশের ইন্সপেক্টর রব ক্রনিক বলেছেন, ভুক্তভোগী যারা এই ঘটনার বিচারের জন্য এগিয়ে এসেছেন, তারা বিরাট সাহসের পরিচয় দিয়েছেন। মুসলিম কাউন্সিল অব ওয়েলসও এক বিবৃতিতে এই মেয়েদের সাহসের প্রশংসা করেছে।dt/ns/-



This post has been seen 165 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮