হ্যাকাররা যুক্তরাষ্ট্রের বিদ্যুৎকেন্দ্রগুলোকে টার্গেট করেছিল

প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০১৭

হ্যাকাররা যুক্তরাষ্ট্রের বিদ্যুৎকেন্দ্রগুলোকে টার্গেট করেছিল

নিউ সিলেট ডেস্ক : হ্যাকাররা মে এবং জুন মাসে যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তীকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত এক ডজন বিদ্যুৎকেন্দ্র হুমকির মুখে ফেলে দিয়েছিল বলে জানা গেছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করে। বিবিসি জানায়।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, হ্যাকাররা কানসাসের পারমানবিক কেন্দ্র উলফ ক্রিককেও টার্গেট করে।
নিউ ইয়র্ক টাইমস অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তর (ডিএইচএস) সূত্রে জানায়, এর জন্য বিদেশি শক্তি বিশেষ করে রাশিয়া দায়ী থাকতে পারে। পত্রিকাটি আরো জানায়, ডিএইচএস’র নথিপত্রে এর জন্য দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারির কথা উল্লেখ আছে।
ওলফ ক্রিক পারমানবিক কেন্দ্রের রক্ষণাবেক্ষণে নিয়োজিতরা বলছে, যদি এর সিস্টেম হ্যাক করা হত তবে কোন ধরণের ক্ষতিকর প্রভাব পড়ত না। কারণ কর্পোরেট নেটওয়ার্ক থেকে অপারেশনাল কম্পিউটার সিস্টেম সম্পূর্ণ আলাদা বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট এক মুখপাত্র জেনি হেজম্যান।
এফবিআইয়ের সাথে ডিএইচএস এর এক যৌথ বিবৃতিতে এক মুখপাত্র জানান, এতে জনসাধারণের নিরাপত্তার জন্য কোন ধরণের হুমকি নেই। হ্যাকাররা ভবিষ্যতে হামলার জন্য কম্পিউটার নেটওয়ার্ক নিজেদের আয়ত্বে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে নিউ ইয়র্ক টাইমস জানায়। তারা পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রটির অপারেটিং ফার্মগুলোতে উচ্চপদস্থ প্রকৌশলীদের কাছে অত্যন্ত ক্রুটিপূর্ণ কোডসম্বলিত ইমেইল প্রেরণ করে, যেগুলো সিস্টেমকে হ্যাক করার সম্ভাবনা রাখে, সংবাদপত্রটি আরো জানায়।
জানা গেছে, হ্যাক করার নমুনা দেখে রাশিয়াকে সন্দেহ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ২০১৫ সালে ইউক্রেন জুড়ে বিদ্যুৎ বিপর্যয়ের পেছনে রাশিয়ার হ্যাকারদের অভিযুক্ত করে থাকে মার্কিন তদন্তকারীরা।pb/ns/-



This post has been seen 160 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮