ল্যাপটপ বহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার কুয়েত ও রয়্যাল ফ্লাইটে

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০১৭

ল্যাপটপ বহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার কুয়েত ও রয়্যাল ফ্লাইটে

নিউ সিলেট ডেস্ক : ল্যাপটপ বহনে কুয়েত এয়ারওয়েজ এবং রয়্যাল জর্দানিয়ান এয়ারলাইন্সের যুক্তরাষ্ট্র রুটের ফ্লাইটে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। দু’টি প্রতিষ্ঠানই বলছে, যুক্তরাষ্ট্রের উদ্দেশে কুয়েত এবং জর্দান ছেড়ে যাওয়া বিমানে নিরাপত্তা নিশ্চিতে তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে একযোগে কাজ করেছেন।
ল্যাপটপের মধ্যে লুকিয়ে বোমা নেয়া হতে পারে- এমন আশঙ্কায় গেল মার্চে আটটি মুসলিমপ্রধান দেশ থেকে যুক্তরাষ্ট্রগামী বিমানে ল্যাপটপ বহনে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ইতিহাদ, তুর্কি এয়ালাইন, এমিরেটস ও কাতার এয়ারওয়েজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়। জর্দানের রাজধানী আম্মান থেকে যুক্তরাষ্ট্রের তিনটি শহরে ও কুয়েত থেকে নিউ ইয়র্ক হয়ে আয়ারল্যান্ডে বিমান পরিচালনা করে যথাক্রমে রয়্যাল জর্দানিয়ান ও কুয়েত এয়ারওয়েজ।
এখনো মরক্কো, মিশর এবং সৌদি আরবের এয়ারলাইন্সগুলোর ওপর যুক্তরাষ্ট্রগামী বিমানে ল্যাপটপ বহনে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।



This post has been seen 216 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮