সিলেট ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : ভারতের জম্মু কাশ্মিরের অনন্তনাগ এলাকায় এক জঙ্গি হামলায় সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয়জনই নারী এবং এরা সকলেই অমরনাথ যাত্রায় অংশ নিয়েছিল।
অমরনাথ যাত্রায় অংশগ্রহণকারী পুণ্যার্থীদের ওপর সন্ত্রাসী হামলা হতে পারে এমন আশঙ্কা থেকে চূড়ান্ত সতর্কতাও নেয়া হলেও, শেষরক্ষা হয়নি। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে আটটার দিকে অনন্তনাগে যাত্রিবাহী বাসে জঙ্গি হামলা হয়। এতে নিহতরা সবাই গুজরাটের বাসিন্দা বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
পুলিশ ও সিআরপি সূত্রে জানা যায়, তিনজন জঙ্গি মোটরবাইকে চেপে বিভিন্ন জায়গায় পরপর হামলা চালিয়ে পালিয়ে যায়। প্রথমে তারা অনন্তনাগের খান্নাবলে বাহিনীর চেকপোস্টের উপরে গুলি চালিয়ে বাতেঙ্গু এলাকার দিকে পালায়। সে সময় বাতেঙ্গুতে শ্রীনগর-জম্মু সড়কের উপরে অমরনাথ যাত্রীদের একটি গাড়ি যাচ্ছিল। সেই বাস লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা।
জঙ্গিদের গুলিতে আহত হন তিন পুলিশকর্মী-সহ ১৪ জন। চারজনের অবস্থা আশঙ্কাজনক। বাতেঙ্গু থেকে পালানোর সময়ে আরওয়ানিতেও বাহিনীর শিবির লক্ষ করে গুলি চালায় জঙ্গিরা। পুলিশের ধারণা, লস্কর ও হিজবুল মিলে এই হামলা চালিয়েছে।
কাশ্মিরের পর্যটনমন্ত্রী প্রিয়া শেঠি বলেন, যে বাসটিতে যাত্রীরা যাচ্ছিলেন, সেটি নথিভুক্ত ছিল না। ফলে বাসটিকে তীর্থযাত্রীদের যান হিসেবে চিহ্নিত করার উপায়ও ছিল না। দেওয়া হয়নি নিরাপত্তাও।
ঘটনার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
এর আগে ২০০০ সালে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছিল ৩০ জন অমরনাথ যাত্রীর। এ দিনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রধান বিরোধী নেত্রী সোনিয়া গান্ধী, জম্মু-কাশ্মিরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ও হুরিয়ত নেতৃত্ব।
এই হামলার প্রতিবাদে আজ দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরঙ্গ দল।
অমরনাথ যাত্রায় এবার সবচেয়ে বেশি নিরাপত্তা বাহিনী মোতায়েন হয়েছে। গতকালের ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে।dt/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি