সিলেট ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : সৌদি জোট কর্তৃক চলমান নিষেধাজ্ঞার মধ্যেও ফিলিস্তিনের গাজার প্রতি সমর্থন বহাল রেখেছে কাতার। গাজা পুনর্গঠনের জন্য কাতার কমিটির প্রধান মোহাম্মদ আল-এমাদি গত শুক্রবার তার উপ-প্রধান খালেদ আল-হারনানসহ গাজা সফরে আসেন। সংকট নিরসনে গাজার হামাস সরকার মিশরের সাথে সম্পর্ক উন্নতির চেষ্টারত কালে কাতারের কূটনৈতিকরা গাজা সফর করেন। গত রোববার আল এমাদি বলেন, সংকট পরিস্থিতি চলমান সত্ত্বেও আপনাদের প্রতি আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আমরা নতুন আরেকটি কাতারি প্রকল্প শুরু করব এখানে এবং চলমান প্রকল্পগুলোও সচল থাকবে। সন্ত্রাসবাদকে অর্থ সহযোগিতার অভিযোগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন গত মাসে কাতারের সাথে সকল ধরণের সম্পর্ক ছিন্ন করে। সৌদি আরব দাবি করে যে, কাতারকে হামাসের প্রতি সমর্থন বন্ধ করে দিতে হবে।
২০১৪ সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ক্ষতিগ্রস্থ গাজা পুনর্গঠনের জন্য এক বিলিয়ন ডলারের অর্থ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল গ্যাস সমৃদ্ধ আরব দেশ কাতার। জানুয়ারিতে কাতার গাজায় বিদ্যুৎ সংকট মোকাবেলার জন্য তিন মাসের জন্য ১২ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিতে সম্মত হয়। সূত্র: দ্য এন আরব pb/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি