৩ লাখ ইয়েমেনি কলেরায় আক্রান্ত : রেড ক্রস

প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০১৭

৩ লাখ ইয়েমেনি কলেরায় আক্রান্ত : রেড ক্রস

নিউ সিলেট ডেস্ক : যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে গত ১০ সপ্তাহে ৩ লাখ লোক কলেরায় আক্রান্ত হয়েছে বলে জানায় রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি)। সোমবার বিবিসির সংবাদে প্রকাশ। প্রতিদিন ৭ হাজার জন কলেরা আক্রান্ত হচ্ছে বলে আইসিআরসি সতর্ক করে যে, ‘যদি এরকম চলতে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে’। জাতিসংঘের মতে, কলেরা আক্রান্ত হয়ে ১ হাজার ৭ শ’রও বেশি জনের মৃত্যু ঘটেছে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়োজ্যেষ্ঠের সংখ্যা উল্লেখযোগ্য বলে জানা গেছে। ইয়েমেনের স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন ব্যবস্থাগুলো সরকারী বাহিনী এবং হুথি বিদ্রোহীদের সংঘর্ষের ফলে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। ২৪ জুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে যে ইয়েমেন “বিশ্বে সবচেয়ে কঠিন কলেরা পরিস্থিতি মোকাবেলা করছে। তারা ২ লাখের বেশিও কলেরা আক্রান্তের কথা জানিয়েছিল তখন। মাত্র দুই সপ্তাহের মধ্যে, আরও ১ লাখ লোকের দেহে কলেরা সংক্রমিত হয়েছে বলে জানান আইসিআরসি এর মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিচালক রবার্ট মার্ডিনি।
ইয়েমেনের ২৩ টি প্রাদেশিক অঞ্চলের একটি ছাড়া সব’কটিতেই কলেরা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সানা, হুদায়দাহ, হাজ্জা এবং আমরান অঞ্চলে সবচেয়ে বেশি কলেরার প্রাদুর্ভাব ঘটেছে। মোট আক্রান্তদের অর্ধেকই এসব অঞ্চলের। জাতিসংঘ সংস্থা জানায়, কলেরার এ প্রাদুর্ভাব গৃহযুদ্ধের ফল। সাড়ে ১৪ মিলিয়ন মানুষ পানি সরবরাহ ও স্যানিটারি ব্যবস্থা থেকে বঞ্চিত হয়ে পড়েছে। স্বাস্থ্যসেবা সম্পর্কিত প্রায় অর্ধেক ব্যবস্থাপনা আগের মত কাজ করছে না। এগুলোর ৩০০ এরও বেশি ধ্বংস হয়ে গেছে বা অকার্যকর হয়ে পড়েছে। কলেরা পরিস্থিতি মোকাবেলারত প্রায় ৩০ হাজার স্থানীয় স্বাস্থ্যকর্মী গত ১০ মাস ধরে কোন ধরনের বেতন পারিশ্রমিক পাচ্ছেন না।pb/ns/-



This post has been seen 171 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮