সিলেট ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : রাশিয়ান আইনজীবীর সাথে সাক্ষাতের বিষয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র। এ সাক্ষাতে দোষের কিছু দেখছেন না তিনি তবে গত বছরে অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়ে অবান্তর বক্তব্যের অস্বীকৃতি জানিয়েছেন তিনি। বিবিসির খবরে প্রকাশ।
গতকাল সোমবার আরো তিনি জানিয়েছেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বী সম্পর্কে তথ্য সংগ্রহ করা স্বাভাবিক আচরণের অংশ। একদিন আগে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে দেশটির সংবাদমাধ্যম দি নিউইয়র্ক টাইমস এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসি জানায়, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের বিষয়ে তথ্য পেতে রাশিয়ার এক আইনজীবীর সঙ্গে দেখা করতে রাজি হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র। তিনি ছাড়াও ট্রাম্পের কন্যা জামাতা জ্যারেড কুশনার এবং তার নির্বাচনী প্রচারাভিযানের প্রধান পল জে ম্যানাফোর্ট রাশিয়ান আইনজীবী নাতালিয়া ভেসেনেস্কায়ার সঙ্গে সাক্ষাৎ করেন। মার্কিন প্রশাসন গত বছর দেশটির প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ায় রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্ত করছে।
প্রেসিডেন্ট পুত্র ট্র্যাম্প জুনিয়র জোর দিয়ে বলেন, তার বাবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হিলারী ক্লিনটন নিয়ে কোন ধরণের অর্থবহ তথ্য দেননি নাতালিয়া।
গত রবিবার এক বিবৃতিতে তিনি বলেছিলেন, আমাকে জানানো হয়েছিল একজনের সাথে দেখা করতে হবে যার দেয়া তথ্য নির্বাচনী প্রচারণায় সহায়ক হতে পারে। এমনকি আমাকে তার নামও জানানো হয়নি। ওই দিন বিবিসির প্রতিবেদনে মার্কিনীদের রুশ শিশু দত্তক নেয়ার একটি প্রকল্প নিয়ে আলোচনার জন্য প্রাথমিকভাবে ওই বৈঠকের আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছিলেন এবং সেই বৈঠকে হিলারি ক্লিনটনকে নিয়ে কোনো আলোচনা হয়নি। একই দাবি করেছেন রুশ আইনজীবী ভেসেনেস্কায়া’ও। গত নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ওঠে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়ে তদন্তও শুরু করে। গোয়েন্দা প্রতিবেদনে নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ারও দাবি করা হয়। বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পছন্দের প্রার্থী হিসেবে ক্রেমলিন ট্রাম্পকে সাহায্য করেছিল। যদিও ট্রাম্প বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন।pb/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি