সাবেক প্রেসিডেন্ট লুলাকে কারাদণ্ডাদেশ প্রদান

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০১৭

সাবেক প্রেসিডেন্ট লুলাকে কারাদণ্ডাদেশ প্রদান

নিউ সিলেট ডেস্ক : দুর্নীতির দায়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভাকে সাড়ে ৯ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির এক আদালত। তবে এ রায়ের বিরুদ্ধে চাইলে আপিল করতে পারবেন তিনি। খবর বিবিসির বুধবার (১৩ জুলাই) নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে রায় প্রত্যাখ্যান করেছেন তিনি। তার আইনজীবীরা এক বিবৃতিতে জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, গত তিন বছর ধরে লুলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তদন্তের শিকার। তাকে দোষী করা যায় এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি এবং তার নির্দোষিতার পক্ষে যে সব প্রমাণ দেওয়া হয়েছে তা বারবার উপেক্ষা করে আসা হচ্ছে। জানা গেছে, ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন লুলা। ব্রাজিলের জনপ্রিয় এই নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের কাজ পাইয়ে দেওয়ার শর্তে ১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ নিয়েছিলেন। এই অর্থ সমুদ্রতীরে তার একটি অ্যাপার্টমেন্টের সৌন্দর্যবর্ধনের কাজে ব্যয় হয়েছে। আগামী বছর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন লুলা। প্রাক্তন এই প্রেসিডেন্টের সমর্থকদের দাবি, নির্বাচনে লুলাকে ঠেকাতেই সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।tr24/ns/-



This post has been seen 192 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮